পোর্টফোলিও I ছন্দে আনন্দে
চারদিকে খুশির আমেজ, রঙের রোশনাই। ঈদ এমনই। এর উচ্ছ্বাস ফুটে ওঠে পোশাকের প্রিন্ট, প্যাটার্ন, কালার আর কাটে। ইলাবোরেট এমব্রয়ডারি, রিচ টেক্সচার ও ফাইন ফ্যাব্রিকের সঙ্গতে ফেস্টিভ লুকের ঐশ্বর্য
ছবি: সৈয়দ অয়ন
মেকওভার: পারসোনা
বাহিরা বাই তামান্না কাদরি অ্যাট অ্যাভাঞ্জা
স্টোন, পার্ল আর সিকুইনের জমকালো কাজের লং ফ্রিলড কামিজ
মডেল: নিধি
বন্ধ গলার ফ্লোরাল প্রিন্টেড কামিজে জারদৌসির জমাটি কারুকাজ। পার্ল বসানো ওড়না আর মানানসই বটম
মডেল: নাজিয়া
ফারজানা ইউসুফ অ্যাট অ্যাভাঞ্জা
সাদা মসলিন কুর্তির নেকলাইনে ফ্রিল। ফ্লোরাল এমব্রয়ডারি আর লেইসের সঙ্গতে বনেদি লুক। সঙ্গে মানানসই সিগারেট প্যান্ট
মডেল: ওশিন
আকাশ-নীল কুর্তিতে ডেলিকেট লেইস ওয়ার্ক আর ফ্লোরাল এমব্রয়ডারি। বটমে পার্ল ড্রপের ব্যবহার একে করেছে একদম পার্টি পারফেক্ট
মডেল: নীল
রুবাবাস ক্লজেট অ্যাট অ্যাভাঞ্জা
অ্যাবস্ট্রাক প্রিন্টের গলাবন্ধ হাই-লো কুর্তি। সামনে বিডেড লেইসের এমবেলিশমেন্ট
মডেল: নাজিয়া
কালো কুর্তিতে পাতা প্যাটার্নের সিকুইন ওয়ার্ক। কলার দেওয়া লং জ্যাকেটেও সিকুইনড লেইসের এমবেলিশমেন্ট
মডেল: নিধি
রোজ বাই নিঝু অ্যাট অ্যাভাঞ্জা
লেয়ারড হাই লো কুর্তিতে বাটন ডাউন প্যাটার্ন। সঙ্গে প্লিটের বাহারি ডিজাইন। লেইস দেওয়া বটম
মডেল: নাজিয়া
ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল কুর্তিতে ফ্লোরাল এমব্রয়ডারি। নেকলাইনে বো প্যাটার্নের টাইড আপ ডিজাইন। সঙ্গে মানানসই সিগারেট প্যান্ট
মডেল: নীল
রত্না গুলজার
ফ্লোর টাচ গাউনে স্টোনের ফ্লোরাল এমবেলিশমেন্ট। মানানসই রাফেলড দোপাট্টায় এলিগ্যান্ট পার্টি লুক
মডেল: নাজিয়া
ব্ল্যাক গাউনের সাইড প্যানেলে প্লিট। নজরকাড়া এমব্রয়ডারি সাজে যোগ করেছে আভিজাত্য
মডেল: ওশিন
দ্য রাহমানস বাই সিলভা অ্যান্ড রেহানা
অফ হোয়াইট ও মেরুনের মিশেলে তৈরি লেহেঙ্গা। মসলিনের ফ্রিল দেওয়া স্লিভের ব্লাউজে ভারী স্টোন ওয়ার্ক
মডেল: ওশিন
সোনালি স্টোন বসানো ভেলভেটের কালো কামিজ। সঙ্গে স্যাটিনের ঘারারা এবং ফ্রিলড দোপাট্টা
মডেল: নীল