পোর্টফোলিও I সাপোর্ট সাসটেইনেবল
এখনকার সেরা ট্রেন্ড। ফ্যাশন-সচেতনদের জন্য। পরিবেশ রক্ষায় আপোসহীন। জুড়ি নেই স্টাইল কোশেন্ট বাড়াতেও। সৃজনশীলতায় প্রাতিস্বিক
ছবি: সৈয়দ অয়ন
মেকওভার: পারসোনা
অরণ্য
ন্যাচারাল ডাইয়ের ফ্লোরাল টপের সঙ্গে অ্যাঙ্কেল লেন্থ স্কার্ট। প্লেইড প্যাটার্নের ক্যাজুয়াল ব্লেজারে অনাড়ম্বর আভিজাত্য
মডেল: অথৈ
আফসানা ফেরদৌসী
ডাবল লেয়ারের হোয়াইট শার্টে সুই-সুতার ফোঁড়। সঙ্গে মানানসই বটম
মডেল: পলাশ
সাদা মিড লেন্থ ড্রেসে বেল স্লিভ। পোশাকের জমিনজুড়ে নকশি স্টিচের ফোঁড়। পকেটের যোগে সুস্পষ্ট ক্যাজুয়াল ভাইভ
মডেল: মৌ
আর্টিসান হাট
অর্গানিক কটনের থ্রি কোয়ার্টার স্লিভের নি লেন্থ ড্রেস
মডেল: মৌ
লুম বাই মনোক্রোম
জরির হ্যান্ড এমব্রয়ডারি করা র সিল্কের ক্রপ টপ আর প্লিটেড বটম। স্কাল্পটেড ড্রেপে ড্রামাটিক
মডেল: শিখা
র সিল্কের স্ট্রেইট কুর্তা আর পাজামা
মডেল: অথৈ