এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার তাদের ফেসবুক পেজে আয়োজন করেছিল ‘কুইজ টাইম উইথ তামিম।’ এই ভিডিও পোল কুইজে বাংলাদেশের ১০,০০০-এর বেশি ক্রিকেট ফ্যান অংশগ্রহণ করেন। পরবর্তীকালে তাদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিয়েছেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ, স্মার্টফোন এবং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অব বেভারেজ খালিদ রাজা বিশ্বাস, জেনারেল ম্যানেজার অব ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, জেনারেল ম্যানেজার অব সেলস এস এম এম ইব্রাহিম মাহমুদ, হেড অব মিডিয়া মাহবুবা সিদ্দিকা খানম ইভাসহ অন্য কর্মকর্তারা।
Related Projects
ইশো’র নতুন ওয়েডিং কালেকশন
- December 6, 2023
১ ডিসেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত
রিজেন্সির ইফতার
- March 2, 2025
সিগনেচার মেনু হিসেবে ঢাকা রিজেন্সি সবচেয়ে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ 'শাহন-আল-ইফতার' অফার করছে, যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট