শনিবার বাংলা দেশের ফ্যাশন লেবেল কে ক্র্যাফট একটি ফ্যাশন শো এর মাধ্যমে দেশের সংবাদ মাধ্যমের জন্যে ঈদ আয়োজন তুলে ধরে। অনুষ্ঠানটি রাজধানীর মোহাম্মদপুর, আদাবর রিং রোডে কে ক্র্যাফট এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারে উপভোগ করেন আমন্ত্রিত দর্শকরা। ঈদ আয়োজনের এই শোকেসিং এর সাথে সাথে কে ক্র্যাফট এক্সপেরিয়েন্স সেন্টারের শুভ সূচনা হলো আজ।
কে ক্র্যাফট ডিজাইন স্টুডিওর ডিজাইনকৃত পোশাক এদিন সংবাদ মাধ্যমের জন্য আয়োজিত হয়। নতুন এই কালেকশনে পোশাকগুলো ছিলো আগ্রহ উদ্দীপক ও প্রশংসনীয়। সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে দেশ সেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শোতে উৎসবমুখি পোশাকের এগারোটি কিউতে প্রদর্শিত হয় ৫০ টি নতুন ডিজাইনের পোশাক। প্যাটার্ন, কালার আর মোটিফ, এই তিনেই দারুণ মুন্সিয়ানা দেখা গেলো। পোশাকের ফেব্রিকে বেশ কিছু হ্যান্ডলুম জায়গা করে নিয়েছিলো। সিল্ক, টিস্যু, কটন মূলত ব্যবহার করছে এই ব্র্যান্ডটি।
উল্লেখযোগ্য সংখ্যক সংবাদকর্মীদের উপস্থিতিতে কে ক্র্যাফটের ঈদ প্রস্তুতি প্রদর্শিত হয়। আমন্ত্রিত অতিথিরা কে ক্রাফটের নতুন পোশাকের সৌন্দর্যে সন্ধ্যাটি উপভোগ করেন।
ফ্যাশন র্যাম্প শেষে ডিজাইনার টিমের সাথে পরিচয় করিয়ে দেন কে ক্র্যাফট এর অন্যতম উদ্যোক্তা খালিদ মাহমুদ খান। তিনি আরও বলেন,
এই নতুন এক্সপেরিন্স সেন্টারে সারা বছর জুড়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের স্বপ্ন দেখছেন তিনি। জীবন যাপনকে সুন্দরতর করা, শিশুদের মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবার পরিকল্পনার কথাও বলেন তিনি।