নতুন বছরের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে ‘নিউ ইয়ার অফার’, যা অতিথিদের জন্য এক দারুণ চমক। হোটেলের প্রতিটি সার্ভিসে আকর্ষণীয় অফারগুলো ঢেলে সাজানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা রিজেন্সির নতুন বছরের এক্সক্লুসিভ অফারগুলোর মধ্যে থাকছে ব্যুফে ব্রেকফাস্টসহ কাপল স্টে ৯৫৫৫ টাকায় । এ ছাড়াও সান্ধ্য ব্যুফেতে থাকছে সুস্বাদু খাবারের বিশাল সম্ভার। আন্তর্জাতিক ও স্থানীয় মেনুর সমন্বয়ে এই ব্যুফে ডিনার উপভোগ করা যাবে জনপ্রতি ২০২৫ টাকায়; সঙ্গে ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারস, ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বারস এবং সিলেক্টেড কার্ড হোল্ডারদের জন্য পূর্বনির্ধারিত সুযোগ সুবিধা তো থাকছেই।
রোমান্টিক পরিবেশে প্রিয়জনের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটানোর জন্য থাকছে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার, ৫৫০০ টাকায়। নবদম্পতিদের জন্য রয়েছে বিশেষ হানিমুন প্যাকেজ। নতুন বছরকে আরও হেলদি ও সুন্দর করে তুলতে ফিটনেস মেম্বারশিপে থাকছে আকর্ষণীয় ছাড়। প্রিমিয়ার ক্লাবের সদস্যরা জিম মেম্বারশিপ বা নবায়নে পাবেন ৯০ হাজার টাকা পর্যন্ত ছাড়।
এ ছাড়াও স্পা, বার্গার, পিজ্জাতে থাকছে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।
বুকিং করতে যোগাযোগের নম্বর ০১৭১৩৩৩২৬৬১; অথবা ভিজিট করতে পারেন: https://www.facebook.com/share/r6Pco8LfxpN9gdCw/।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে