গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস। ফিল্ম ও টেলিভিশন সেক্টরের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৪৪ সালে যাত্রা শুরু বার্ষিক এই পুরস্কার বিতরণী আয়োজনের। এবার বসেছিল ৮২তম আসর। রোববার (৫ জানুয়ারি ২০২৫)। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটনে। তাতে বরাবরের মতোই তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল রেড কার্পেট।
নজর বুলানো যাক নির্বাচিত কয়েকটি ছবিতে:
নিকোল কিডম্যান। ওয়্যারড্রোব: ব্যালেন্সিয়াগা কতুর। ছবি: অ্যামি সাসম্যান/গেটি ইমেজ/সিএনএন
নিকি গ্ল্যাসার। ওয়্যারড্রোব: প্রবাল গুরুং। ছবি: কেভিন ম্যাজুর/গেটি ইমেজ/সিএনএন
টিলডা সুইনটন। ছবি: অ্যামি সাসম্যান/গেটি ইমেজ/সিএনএন
সালমা হায়েক। ওয়্যারড্রোব: গুচি। ছবি: জর্ডান স্ট্রস/ইনভিশন/এপি/সিএনএন
কেট উইন্সলেট। ওয়্যারড্রোব: এরডেম। ছবি: জর্ডান স্ট্রস/ইনভিশন/এপি/সিএনএন
ড্যানিয়েল ক্রেইগ। ওয়্যারড্রোব: জর্জিও আরমানি। ছবি: জর্ডান স্ট্রস/ইনভিশন/এপি/সিএনএন
ডেমি মুর। ওয়্যারড্রোব: আরমানি প্রাইভ। ছবি: ড্যানিয়েল কোল/রয়টার্স
অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: জর্ডান স্ট্রস/ইনভিশন/এপি/সিএনএন
এমা স্টোন। ওয়্যারড্রোব: লুই ভিতোঁ। ছবি: কেভিন ম্যাজুর/গেটি ইমেজ/সিএনএন
জেনডায়া। ওয়্যারড্রোব: লুই ভিতোঁ। ছবি: অ্যামি সাসম্যান/গেটি ইমেজ/সিএনএন
- ক্যানভাস অনলাইন
কোলাজ: ক্যানভাস