skip to Main Content
নারীদের ঘিরে পপ অব কালারের বিশেষ আয়োজন

নারীর শক্তি, সাফল্য আর সম্ভাবনা প্রকাশে সম্প্রতি বর্ণিল উৎসবের আয়োজন করেছিল নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম পপ অফ কালার। গেল শুক্রবার (১৪ মার্চ ২০২৫) রাজধানীর আমারি হোটেলে। ‘জুঁই নিবেদিত পপ অব কালার নারী দিবস উদযাপন ২০২৫’ শিরোনামে। দুই শতাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী। তিনি বলেন, ‘নারীরা এখন শুধু স্বপ্ন দেখে না; তারা সেই স্বপ্ন পূরণ করেও দেখাচ্ছে।’ এ সময় নারীদের পথচলায় পরিবারের সহযোগিতা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের খ্যাতনামা ব্যক্তিরা।

অনুষ্ঠানে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে ‘পপ অফ কালার অনন্যা সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অঙ্কিতা ক্যাটাগরিতে ফারহানা শারমিন, অন্বেষা ক্যাটাগরিতে ফারহানা রাহমান, উজ্জ্বলা ক্যাটাগরিতে নিশীতা মিতু, অপর্ণা ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, স্বাতী ক্যাটাগরিতে মেনাল চৌধুরী ও গুল রেহান শান্তা, ত্রিনেত্রা ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, পূর্ণভা ক্যাটাগরিতে মৌনতা আলম মৌন, ইন্দ্রজালের আলো ক্যাটাগরিতে শারমিন আক্তার তপতী, সুকৃতি ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং বহ্নিশিখা ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর লিসা সম্মাননা লাভ করেন।

এ ছাড়াও একই অনুষ্ঠানে ‘পপ অফ কালার সেরা নারী উদ্যোক্তা ২০২৫’ ক্যাটাগরিতে ১১ জন স্বপ্নবাজ নারীকে স্বীকৃতি দেওয়া হয়, যারা নিজেদের উদ্যোগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে চলেছেন। এরা হলেন দেশীয় পণ্য ও হস্তশিল্প ক্যাটাগরিতে আফসানা রাশিদ, কসমেটিকস ক্যাটাগরিতে ফাতেমা খান সিঁথি, মেকআপ আর্টিস্ট ক্যাটাগরিতে সাদিয়া আফরোজ, রাঁধুনি ক্যাটাগরিতে ওয়াসিকা তাসনিম, পোশাক কাপড় ও ফ্যাশন ক্যাটাগরিতে মাইমুনা বিনতে রেজা, ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রাজিয়া হক কনক, হোম ডেকর আর্টস অ্যান্ড ক্রাফট ক্যাটাগরিতে দিলরুবা রূপা, জুয়েলারি অ্যান্ড ব্যাগ ক্যাটাগরিতে তাসনিয়া আরা, কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে জিনিয়া আলম পূর্ণতা এবং ডিজিটাল সার্ভিস ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিন।

শুধু সম্মাননা প্রদান নয়, এই আয়োজনকে কার্যকরী করতে নারীদের জন্য চারটি আকর্ষণীয় সেশনের আয়োজন করা হয়। এগুলো হলো সফল উদ্যোক্তাদের গল্প ও তাদের সাফল্যের রহস্য– ‘প্রেরণার পথ-প্রদর্শক’, আধুনিক যুগের ডিজিটাল বিপণনে নারীর ভূমিকা– ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি– ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’ এবং প্রফেশনাল মেকআপ ট্রেনিং বিষয়ক ‘মেকআপ ওয়ার্কশপ’।

পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদযাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’

অনুষ্ঠানের স্পন্সর ও পার্টনারদের মধ্যে ছিল টাইটেল স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জুঁই, কো-স্পন্সর ফার্ম ফ্রেশ ও মুন্নো সিরামিক, ইন অ্যাসোসিয়েশন উইথ শক্তিপ্লাস ও ডেইলি স্টার, বেভারেজ পার্টনার মোজো, লজিস্টিক পার্টনার ই-কুরিয়ার এবং ফটোগ্রাফি পার্টনার ড্রিম ওয়েভার।

এ ছাড়াও ভেলা এস্থেটিক, সাজগোজ, তাহফিজ্জুল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাজলিং ড্রেস বাই মাশরুফা, কোকো-সিসিমি, ড্রিম কিউর বাই ডক্টর নাফি, অ্যাটায়ার বাই চাঁদনি, নিউ মিলন ও হাশেম জুয়েলার্স, লা ভিলা ওয়েস্টার্ন হোটেল, সি-পার্ল বিচ রিসোর্ট কক্সবাজার, ইন্তেসারসহ আরও প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগিতা করেছে।

দিনব্যাপী এই চমকপ্রদ আয়োজন শেষ হয় ইফতার, নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top