skip to Main Content
বার্সেলোনায় টেকনোর চমক

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ অংশ নিয়েছে উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই আয়োজনে নিজেদের এআই ইকোসিস্টেমের পণ্য উন্মোচনের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ব্র্যান্ডটি। বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী কানেক্টিভিটি ইভেন্ট হিসেবে পরিচিত এই আয়োজনে টেকনোর এআই ইকোসিস্টেম থেকে বিভিন্ন উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে। এর মধ্যে ক্যামন স্মার্টফোন সিরিজ, স্পার্ক স্লিম, ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড, টেকনো এআই গ্লাসেস প্রো ও মেগাবুক এস১৪ অন্যতম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজনে বিশ্বের সবচেয়ে হালকা ১৪ ইঞ্চি ওএলইডি ল্যাপটপ মেগাবুক এস১৪ উন্মোচন করে টেকনো। এটি টেকনোর নিয়ে আসা প্রথম ওএলইডি ল্যাপটপ, যেখানে ২.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্স এলিট কম্পিউটার প্ল্যাটফর্ম এবং এআই-সমৃদ্ধ মাল্টিটাস্কিং নিশ্চিত করতে বিশ্বের প্রথম স্বনির্মিত এজ-সাইড লার্জ-স্কেল এআই মডেল ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে, সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইন্টারেকশন এবং মসৃণ ও নান্দনিক ডিজাইনের কারণে টেকনো’র নতুন এআই গ্লাসেস সিরিজ সকলের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এতে ব্যবহৃত ৫০ মেগাপিক্সেল হাই-ডেফিনেশন ক্যামেরা, ওভি৫০ডি সেন্সর সমন্বিত এই সিরিজে ১০০ ডিগ্রি আলট্রা-ওয়াইড-এঙ্গেল কাস্টম লেন্স এবং এআই আইএসপি ইমেজিং চিপ এর ইমেজিং সিস্টেমকে অত্যাধুনিক মোবাইলের মতোই করেছে। এতে করে ব্যবহারকারীরা অত্যাধুনিক এআই নয়েজ রিডাকশন ও এইচডিআর সক্ষমতা ব্যবহার করে উচ্চমানসম্পন্ন, নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের এমডব্লিউসি (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) বার্সেলোনার আয়োজনে টেকনো তাদের অত্যাধুনিক এআই প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোনগুলো প্রদর্শন করেছে। অনুষ্ঠানে ব্র্যান্ডটি এআই ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ সম্পন্ন ক্যামন ৪০ সিরিজ; বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম এবং ট্রাই-ফোল্ডিং প্রযুক্তির নিদর্শন হিসেবে ফ্যান্টম আল্টিমেট ২ ট্রাই-ফোল্ড উন্মোচন করেছে।

বাংলাদেশসহ গ্লোবাল মার্কেটে ক্যামন সিরিজের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, ক্যামন ৪০ সিরিজের স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবে বলে আশা করা যাচ্ছে। পরবর্তী প্রজন্মের এই এআই-চালিত স্মার্টফোন মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাইলফলক স্থাপন করবে এবং ব্যবহারকারীদের জন্য সর্বাধুনিক এআই অভিজ্ঞতা নিশ্চিত করবে। টেকনো ক্যামন ৪০ সিরিজ প্রথমবারের মতো ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি নিয়ে এসেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইমেজিং দক্ষতা বৃদ্ধি করবে এবং মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। টেকনো এআই পরিচালিত এই সিরিজটি ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে আরও স্মার্ট ও ব্যক্তিনির্দিষ্ট উদ্ভাবন নিয়ে আসবে। এছাড়াও, এই ডিভাইসটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায়, বিশেষ করে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করতে চান এমন মানুষদের জন্য, ক্যামন ৪০ সিরিজটি খুব শীঘ্রই দেশের বাজারে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, এমডব্লিউসি ২০২৫-এ বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম নিয়ে এসেছে টেকনো। মাত্র ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অতি-পাতলা ডিজাইনের হলেও স্পার্ক স্লিম স্মার্টফোনটি পারফরম্যান্সের ক্ষেত্রে দারুণ শক্তিশালী হবে। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটির স্ক্রিন সর্বোচ্চ ৪,৫০০ নিট ব্রাইটনেস পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যা আলোকময় পরিবেশেও ফোনটি দেখার ক্ষেত্রে নিখুঁত অভিজ্ঞতা নিশ্চিত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়ামসহ অন্যান্য টেকসই উপকরণ দিয়ে তৈরি এই স্পার্ক স্লিম, যা পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। অত্যাধুনিক ডিসপ্লে প্রযুক্তি ও উন্নত কারিগরি দক্ষতার সমন্বয়ে নিয়ে আসা স্পার্ক স্লিম সত্যিই এক অনবদ্য ডিভাইস।

এ ছাড়া, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যান্টম আলটিমেট ২ ট্রাই-ফোল্ড কনসেপ্ট স্মার্টফোন উন্মোচন করে টেকনো। ৬.৪৮-ইঞ্চি আউটার স্ক্রিন দিয়ে সজ্জিত এই ডিভাইসটি আনফোল্ডেড (সম্পূর্ণরূপে খোলা অবস্থায়) অবস্থায় ১০-ইঞ্চি পর্যন্ত (ইনার ডিসপ্লে) পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। ১,৬২০ x ২,৮৮০ পিক্সেল রেজোলিউশন ও ৪:৩ অ্যাসপেক্ট রেশিও সহ এই ফোনের থ্রিকে এলটিপিডি ওলেড প্যানেল সম্পন্ন ইনার স্ক্রিন বর্তমান বাজারের যেকোনো ফোল্ডেবল ফোনের চেয়ে ভালো ভিওয়িং অভিজ্ঞতা প্রদান করবে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিভাইসটি খুবই পাতলা, যা ভাঁজ বা ফোল্ড করলে মাত্র ১১ মিলিমিটারের ডিভাইসে পরিণত হয়।

এই উদ্ভাবনী পণ্য সমাহারের মাধ্যমে টেকনো এই খাতে নতুন মানদণ্ড স্থাপন করার পাশাপাশি স্মার্টফোন উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলোড়ন সৃষ্টি করার পর বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী মানুষরা এখন এই উদ্ভাবনী পণ্যগুলো ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top