রাজধানীতে ইতিমধ্যে অবস্থান পোক্ত করেছে ফ্ল্যাগশিপ ১৩৮। মাল্টিব্র্যান্ড শপ এটি। কয়েকটি ব্র্যান্ডকে একত্রিত করেছে একই ছাদের নিচে। এবার চট্টগ্রামেও পসরা সাজিয়েছে ফ্ল্যাগশিপ। উদ্দেশ্য– আভিজাত্যের ছোঁয়া নিয়ে আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক ব্র্যান্ডের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া।
ফ্ল্যাগশিপ ১৩৮-এর দ্বিতীয় শাখা এটি। গেল মাসে শো-রুমটির সফট ওপেনিং করেন ফ্ল্যাগশিপের ফাউন্ডার ও ওনার ইমতিয়াজ আলম চৌধুরী এবং সিইও সায়মা হানাফি চৌধুরী। শো-রুমটি উদ্বোধনের পরই ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে।
ঈদকে সামনে রেখে ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক পণ্য তুলে দিতে বন্দরনগরীর বহদ্দারহাট সার্কেলে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং মলের লেভেল ৬-এ ফ্ল্যাগশিপ ১৩৮ একদম প্রস্তুত।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ফ্ল্যাগশিপ ১৩৮-এর সৌজন্যে