দেশীয় ব্র্যান্ড ক্যানভাস নতুন সংকলন নিয়ে এসেছে। অনুপ্রেরণায় সুন্দরবন। ধাতুর ব্যবহারে তৈরি হয়েছে গয়না।
এ বিষয়ে বিস্তারিত জানা যায় কর্ণধার তন্বী কবিরের ভাষ্যে। তিনি বলেন, ‘সুন্দরবন আমার কাছে একই সঙ্গে আশীর্বাদ আর দায়িত্ব। তাই আমি নিজের কাজের মাধ্যমে এই সমৃদ্ধশালী বনকে তুলে ধরার চেষ্টা করেছি। নাম দিয়েছি বনবিবি। প্রকৃতি, উপকথা আর মানবতাকে একই সূত্রে গাঁথার চেষ্টা করেছি।’
এই বিশেষ আয়োজন সম্পর্কে তিনি আরও বলেন, ‘সুন্দরবন নানা কিছুর আধার। প্রাণ মিশে আছে সবকিছুতে। সেখান থেকে জলের দেবী, সুন্দরবনের চিরায়ত নারী, আর আধুনিক নারী যারা সামনের দিনে সুন্দরবনকে আগলে রাখবেন।’
এই কালেকশন টাইটেল ট্রেজারড টাইডস বাই তন্বী কবির, সুন্দরবন এডিট। পাওয়া যাবে শুধু ক্যানভাসে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ক্যানভাস-এর সৌজন্যে