ঈদ মানে আনন্দ, ঈদ আনে খুশি– পরিচিত কথা, তাই তো? কিন্তু ঈদ যে আসলেই এমন, তা-ও তো সত্যি।

RemasterDirector_1a5c03258
বছর ঘুরে এ সময়ে একটুখানি জমকালো পোশাক থাকে চাহিদার শীর্ষে। ঈদে অন্তত তিন দিন কাটে আনন্দ বিলিয়ে। আর সেজন্যেই পোশাক নিয়ে ভাবনা থাকে একটু বেশি।

RemasterDirector_1a5c03258
ফ্যাশন ব্র্যান্ড টেলস অব বাংলাদেশ ঈদ আয়োজন নিয়ে একদম প্রস্তুত। প্রোডাক্ট লাইন কলেবরে বেশ বড়। কো-অরডিনেটেড সেট, টপস আর শাড়ি– সবই আছে। ক্যাজুয়াল লুক অথবা টিপটপ, দুই লুকেই টেলস অব বাংলাদেশের কালেকশন প্রস্তুত।

RemasterDirector_1a5c03258
এ বিষয়ে কর্ণধার নুসরাত ফাতেমা বলেন, ‘মানুষের মাঝে উৎসবের রং বিলাতে কাজ করি আমি। আমার ঈদ সংগ্রহে সেটাই প্রকাশ হয়েছে।’

RemasterDirector_1a5c03258
অনলাইন স্টোর: https://www.facebook.com/talesofbangladesh।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: টেলস অব বাংলাদেশ-এর সৌজন্যে