সাদাকালো, বাংলাদেশের বেশ পরিচিত ব্র্যান্ড। নিজস্বতার নান্দনিকতা তুলে ধরেছে প্রথম থেকেই। আজও সেই স্বাক্ষর অম্লান। তাদের নামেই পাওয়া যায়। কালার প্যালেটের বহুল ব্যবহৃত দুই রং– সাদা আর কালোতেই আস্থা এর।
এবার ঈদ উপলক্ষে ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিশেষ ফ্লোরাল মোটিফ কালেকশন। সাজানো হয়েছে কালো আর সাদা রঙের অনন্য সমন্বয়ে। মোটিফে জায়গা করে নিয়েছে ফুল।
প্রোডাক্ট লাইনে আছে শাড়ি, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের পোশাকসহ নানা বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। এ ছাড়াও রয়েছে বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম পোশাক– যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে।
প্রথমবারের মতো কোঅর্ডিনেটেড কালেকশন এনেছে সাদাকালো। ঈদ যেহেতু গরমের মধ্যে পড়বে, সেহেতু আরামদায়ক কাপড়ের কথা মাথায় রেখেই পোশাক ডিজাইন করেছেন ব্র্যান্ডটির ডিজাইনাররা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আজহারুল হক আজাদ বলেন, ‘ঈদ মানেই আনন্দ ও উদযাপন। আমাদের এবারের কালেকশন ফ্যাশনপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাকে পাবেন সমসাময়িক ডিজাইনের ছোঁয়া।’
নতুন এই কালেকশন পাওয়া যাবে ব্র্যান্ডটির সকল আউটলেট ও অনলাইন স্টোরে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সাদাকালো’র সৌজন্যে