২৩ এপ্রিল ছিল জিজি হাদিদের ২৭তম জন্মদিন। এই আমেরিকান সুপারমডেলের এবারের জন্মদিনের পার্টি রীতিমতো ফ্যাশন শো’তে রূপ নিয়েছিল; খবর ভোগ ম্যাগাজিনের।

জন্মদিনের পার্টিতে জিজি হাদিদ। ছবি: গেটি ইমেজ
জিজির জন্মদিনে নিউইয়র্কের জিরো বন্ডে আয়োজন করা হয় এক অন্তরঙ্গ ডিনারের। তাতে জিজির বোন ও আরেক সুপারমডেল বেলা হাদিদ, ভাই আনোয়ার হাদিদ ও মা ইয়োলান্দা হাদিদ ছাড়াও বান্ধবীদের মধ্যে সুপারমডেল এমিলি রাতাকোস্কি, হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি, কমেডিয়ান জিউয়ি-সহ আরও কয়েকজন ভিআইপি অতিথি অংশ নেন।

জিগির জন্মদিনের পার্টিতে [বাঁ থেকে] বেলা হাদিদ, এমিলি রাতাকোস্কি ও ব্লেক লাইভলি। ছবি: গেটি ইমেজ