skip to Main Content
মারিতা ‘মিস্টার বিন’ প্লিয়েভার স্টাইল সেন্স

মিস্টার বিন। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অভিনীত তুমুল জনপ্রিয় কমিক চরিত্র। এ চরিত্র নিয়ে মিমের অন্ত নেই!

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ‘মিস্টার বিন’রূপী নানা জনের নানা কনটেন্ট ভরপুর। তবু অসংখ্য সেই কনটেন্টের মধ্যে একজন কনটেন্ট ক্রিয়েটরের কাজ এ সময়ে বহুল প্রচারিত। তিনি মারিতা প্লিয়েভা।

২৭ বছর বয়সী রাশিয়ান কনটেন্ট ক্রিয়েটর বিশেষত ইনস্টাগ্রাম, ফেসবুক আর টিকটকে তুমুল জনপ্রিয়। ইনস্টায় তার ফলোয়ার সংখ্যা ৫ দশমিক ৪ মিলিয়ন।

অন্তর্জালসূত্রে জানা যায়, রিঅ্যাকশন ভিডিও, মিম এবং শর্ট ফর্ম স্কিটের মাধ্যমে মূলত কমেডিধর্মী কনটেন্ট বানিয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পাচ্ছেন তিনি। এর নেপথ্যে ভূমিকা রেখেছে তার বিবিধ ফেশিয়াল এক্সপ্রেশন, যা অনেকটাই মিস্টার বিনের অনুকরণে সৃষ্ট।

ইতিমধ্যেই রাশিয়ার একজন শীর্ষ কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া পারসোনালিটি হয়ে উঠেছেন বৃষ রাশির এই জাতিকা। হাস্যকর ও সহজবোধ্য পোস্টের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতে তিনি সিদ্ধহস্ত। তাতে হাস্যরসের পাশাপাশি সামাজিক সচেতনতাও গুরুত্ব পায়। ব্যক্তিজীবনে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং প্রাণী দত্তক নেওয়ার প্রচারণার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেন মারিতা।

ইনস্টায় তিনি অ্যাকাউন্ট খুলেছেন ২০১৭ সালে। টিকটকে ২০২০-এর সেপ্টেম্বরে। গেল বছর তথা ২০২৪ সালের ডিসেম্বরে আমেরিকান ভোকাল গ্রুপ ‘এনসিওয়াইএনসি’র ‘বাই বাই বাই’ গান অবলম্বনে যে পোস্ট করেছিলেন তিনি, তার টিকটক অ্যাকাউন্টে এক মাসেরও কম সময়ে সেটির ভিউ হয়েছিল প্রায় ১০০ মিলিয়ন।

ব্যক্তিজীবনে তিনি যে স্টাইল ও ফ্যাশনসচেতন, তার ছবি ও ভিডিও স্পষ্টতই সেই সাক্ষ্য দেয়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top