বিশাল আকৃতির বটগাছের মতো মনে হলেও আসলে এটি আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মন্ডুমালা গ্রামে আমগাছটির অবস্থান।
এটি লতা বোম্বাই প্রজাতির সূর্যপুরী আমগাছ। লতানো গাছটি দাঁড়িয়ে আছে দুই বিঘার বেশি জায়গাজুড়ে। উচ্চতা ৮০-৯০ ফুট। মূল গাছটির ঘের ৩৫ ফুটের বেশি। গাছের তিন দিক থেকে ১৯টি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরে আছে। গাছটির একেকটি আমের ওজন ২৫০-৩৫০ গ্রাম।
ঐতিহ্যের সাক্ষী এই আমগাছের বয়স দুই শ থেকে আড়াই শ বছর। প্রতিবছর গাছটি থেকে ১২০-১৫০ মণ আম পাওয়া যায়।
বিভিন্ন জায়গা থেকে এই গাছ দেখতে আসছেন পর্যটকেরা। এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।