নারী-মালিকানাধীন ব্যবসা-উদ্যোগে সংযোগ ও সমৃদ্ধিতে সাহায্যের উদ্দেশে গঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ইন্টারন্যাশনাল উইমেনস এন্ট্রাপ্রেনারিয়াল চেলেঞ্জ ফাউন্ডেশন’ প্রবর্তিত ‘আইডব্লিউইসি অ্যাওয়ার্ড ২০২১’ লাভ করেছেন ‘ক্যানভাস’ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এবং দেশের বিশিষ্ট সৌন্দর্য ব্যক্তিত্ব কানিজ আলমাস খান।
আইডব্লিউইসি ফাউন্ডেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইডব্লিউইসি উল্লেখ করে, ‘পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কানিজ আলমাস খান “বাংলাদেশের একজন শীর্ষ বিউটি এক্সপার্ট এবং সফল ব্যবসায়ী নারী। ১৯৯৮ সালে তিনি তার কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং এটির বর্তমানে ১১টি আউটলেট ও ৬টি মেন’স আউটলেট রয়েছে, যেখানে কাস্টমারের সংখ্যা ১৭ লাখেরও বেশি। কানিজ ‘বিউটি সার্ভিস ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এরও প্রতিষ্ঠাতা-সভাপতি এবং সানসিল্ক শ্যাম্পু, জুঁই হেয়ার অয়েল ও স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কাজের মধ্য দিয়ে কানিজ তার দেশজুড়ে একজন হেয়ার কেয়ার এক্সপার্ট হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন এবং এই কর্মক্ষেত্রে আসার জন্য বহু ক্ষুদ্র উদ্যোক্তাকে জুগিয়েছেন প্রেরণা। একইসঙ্গে তিনি দেশের প্রথম লাইফস্টাইল ও ফ্যাশন বিউটি ম্যাগাজিন ‘ক্যানভাস’-এরও সম্পাদক।”
কানিজ আলমাস খান ছাড়াও এ বছর বাংলাদেশ থেকে আইডব্লিউইসি অ্যাওয়ার্ড পেয়েছেন রয়েল ফুড প্রোডাক্টস অ্যান্ড গ্রিন হারভেস্ট অ্যাগ্রোর চেয়ারওম্যান হাসিনা মহিউদ্দিন চৌধুরী এবং প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের পরিচালক নাসরিন সরওয়ার মেঘলা।
এবার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এ পুরস্কারে আরও ভূষিত হয়েছেন আজারবাইজানের গুলবানিজ মাম্মাদোভা, বাহরাইনের ওয়েদাদ আবদুল্লা আবদুলাজিজ বুবশাইত, ভারতের অর্চনা আগারওয়াল, জয়া দেবী চোলাইল ও হর্ষ গান্ধী, ইতালির জুভান্না প্রান্দিনি, লুসিয়া ভিসকিও, ডায়ানা দেবেনেদেত্তি ও জর্জিয়া গারোলা, জর্ডানের রিম বাদরান, পেরুর এরিকা প্রেট্রিসিয়া এলেনা ক্যাভেরো পাজ ও জেসিকা রদ্রিগেজ, ফিলিপাইনের মারিয়া পিলার ফাতিমা আর. সিবাল, পর্তুগালের সান্দ্রা সান্তোস, রাশিয়ার লারিসা মানিচেভা, দক্ষিণ আফ্রিকার আন্দ্রা গ্রেলিং ও ইপেলেং মঙ্কুলুলেকো এমখারি, স্পেনের পিলার মার্তিনেজ-কোসেন্তিনো, তাইওয়ানের পেই-চি মার্গারেট চিয়াং, তিউনিশিয়ার দোজা গার্বি, তুরস্কের নেহির বোয়াচিগলু, আয়শে মুবেরা এরেসিন ও ড. দিলেক কাজান, সংযুক্ত আরব আমিরাতের আদ্রিয়ানা উসবাত দিয়া, যুক্তরাষ্ট্রের মনিকা ভ্যারাস, ডিমা গাওয়ি, মারগেরি ক্রাউস ও মেরিলি কিক এবং জিম্বাবুয়ের ম্যারি মাদজিমা, অ্যাডেলিন টেন্ডাই জুম্বিরা, অ্যানোরা এস. ইবান্ডা ও নিয়ারায়ি মুবভুম্বি।