বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতের অন্যতম শীর্ষ, বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড পারসোনা তাদের নতুন ও আধুনিকায়িত ৬,০০০ বর্গফুটের গুলশান-২ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন শাখাটি গুলশান এভিনিউ-এর এসেনশিয়া সেন্টার– আইসমপ্লেক্স বিল্ডিং, ৫ম তলা, ১০৬ গুলশান এভিনিউ-এ অবস্থিত। আন্তর্জাতিক মানের সৌন্দর্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন আউটলেটে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে পারসোনাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারসোনার ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, বিজনেস ডিরেক্টর রুনু মোশাররফ, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৪ মিস আনিকা আলম, সেলিব্রিটি অতিথিবৃন্দ, মিডিয়াকর্মী এবং পারসোনার নিবেদিত কর্মীরা।
আনিকা আলম তার বক্তব্যে পারসোনার উদ্ভাবনী যাত্রা ও সৌন্দর্যের দর্শনকে তুলে ধরে বলেন, ‘পারসোনা বহুদিন ধরে সৌন্দর্যসেবায় একটি বিশ্বস্ত নাম। ব্র্যান্ডটি সর্বদা আত্মবিশ্বাস ও অগ্রগতির মাধ্যমে পরিবর্তনকে অনুপ্রেরণা দেয়। নতুন এই আউটলেট পারসোনার গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করছি।’

অনুষ্ঠানে কানিজ আলমাস খান নতুন শাখা চালুর উদ্দেশ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের গ্রাহকেরা। তাদের আস্থা আজকের পারসোনাকে তৈরি করেছে। নতুন আউটলেটে আধুনিক সুবিধা-সম্বলিত, প্রশস্ত পরিবেশ আমাদের গ্রাহকদের আরও আরাম, নিশ্চিন্ততা ও উৎকৃষ্ট অভিজ্ঞতা প্রদান করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য সেবাকে ধারাবাহিকভাবে উন্নত করা, যাতে গ্রাহকরা সন্তুষ্টি ও আনন্দ পান। একটি বিউটি স্যালন শুধু সেবা নেওয়ার স্থান নয়; এটি আত্মবিশ্বাস ও আরামের স্থান হওয়া উচিত। সেবা, মান এবং আমাদের টিম সবকিছুই মিলিয়েই সেই অভিজ্ঞতার অংশ। নতুন এই শাখার মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই।’
পারসোনার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শাওন তানভীর বলেন, ‘এই নতুন আউটলেট আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও মূল্যায়নের প্রতিফলন। তাদের আস্থা আমাদের উদ্ভাবন ও সেবার ধারাবাহিকতাকে অনুপ্রাণিত করে। আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আমাদের সেবাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

২৫ বছরেরও বেশি সময় ধরে পারসোনা বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে পারসোনার ১৪টি আউটলেট রয়েছে। ঢাকার ধানমন্ডি, মিরপুর, উত্তরা, গুলশান-১, গুলশান-২, বনানী, ওয়ারী, কাকরাইল, চট্টগ্রাম এবং সিলেটে শাখা পরিচালিত হচ্ছে।
পারসোনা নিজস্ব প্রশিক্ষণব্যবস্থার মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নারীর কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২,০০০ জনেরও বেশি কর্মী কাজ করেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটির আর্থিক ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান তৈরির উদ্যোগ সামাজিক ও উন্নয়নমূলক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: পারসোনা’র সৌজন্যে

