ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে ৫ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইক মাতিয়ে রেখেছিল দেশের ফ্যাশনসচেতনদের। তিন দিনের রোমাঞ্চকর রানওয়ে শো, ক্রাফট এক্সিবিশন, আর্টিস্টিক এক্সপ্রেশন আর দেশজ সৃজনশীলতার মিলনমেলায় শেষ হয় এবারের আয়োজন।

দেশের নানা প্রান্তের ডিজাইনার, কারিগর, ছাত্রছাত্রী, ফ্যাশন-উৎসাহী এবং সাধারণ দর্শক– সবাইকে এক প্ল্যাটফর্মে এনে এই সিজনে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের ফ্যাশন শুধু পোশাক নয়; বরং একটি শক্তিশালী সাংস্কৃতিক ন্যারেটিভ।

বৈচিত্র্যময় শো, ইন্টার্যাকটিভ মাস্টারক্লাস আর প্রতিষ্ঠিত ডিজাইনার ও নতুন ব্র্যান্ডগুলোর নতুন কালেকশনের এক সমৃদ্ধ লাইনআপ দেখা গেছে।

এবারের শোতে ফ্যাশনের স্পেকট্রাম ছিল বিস্তৃত। মডেস্ট ফ্যাশন, সমসাময়িক স্ট্রিট স্টাইল, হেরিটেজ কতুর, সাসটেইনেবল ডিজাইন– সব মিলিয়ে দারুণ বৈচিত্র্যময় রানওয়ে।

প্রতিটি কালেকশন তুলে ধরেছে নতুন প্রজন্মের চিন্তা এবং পুরনো প্রজন্মের শিকড় দুইয়ের মিলনে গড়ে ওঠা এক নতুন ফ্যাশন ল্যান্ডস্কেপ।

ইভেন্টজুড়ে আর্কা সিজন থিম হিসেবে ধরে রেখেছিল জামদানি মোটিফ। ব্র্যান্ডিং, রানওয়ে ডিরেকশন, ভেন্যু ডিজাইন– সব জায়গায় জামদানি প্যাটার্নের সূক্ষ্ম উপস্থিতি দর্শকদের মনে করিয়ে দিয়েছে আমাদের কারিগরি ঐতিহ্যের গভীরতা।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আর্কা ফ্যাশন উইক-এর সৌজন্যে

