skip to Main Content

পোর্টফোলিও I বহু

আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড। শহুরে অর্থাৎ এখনকার জীবনযাত্রা, ট্রেন্ড এবং ফ্ল্যাটের নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আসবাব তৈরি করে প্রতিষ্ঠানটি। এর রয়েছে দক্ষ নকশাবিদ, নিজস্ব প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এবং স্বয়ংক্রিয় কারখানা। প্রতিটি পণ্যের সব উপাদান দেশের গ্রীষ্মপ্রধান ও আর্দ্র আবহাওয়া মেনে নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানটি আসবাবে ঐতিহ্যবাহী কারুকার্য যুগোপযোগী করে উপস্থাপন করছে।
চলতি বছরের পয়লা ফাল্গুন ব্র্যান্ডটি উদ্বোধন করে ফার্নিচার স্টুডিও ও শোরুম। এখানে আসবাবের পাশাপাশি বেণি বুননে পাটের কার্পেট, টেবিল সামগ্রী, হোম জাঙ্কসনের কুশন কাভার এবং কিছু দেশীয় ডিজাইনারের তৈরি গৃহসজ্জার উপকরণ রয়েছে। এই স্টুডিওতে যে কেউ অন্দরসজ্জার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। ওয়েবসাইট এবং ফেসবুকেও অর্ডার করা যায় বহুর পণ্য।

স্টুডিও ও শোরুম: ২০৪/বি তেজগাঁও গুলশান লিঙ্ক রোড, তেজগাঁও, ঢাকা ১২০৮।
ফোন: +৮৮ ০১৭ ০৭০৭ ১৮৮৩
ওয়েবসাইট: www.bohubd.com

মধ্য শতাব্দীর জনপ্রিয় ডিজাইনের আদলে তৈরি আট আসনের ডাইনিং সেট। পুরোটা সেগুন কাঠে তৈরি

ডাইনিং টেবিলের সঙ্গে মানিয়ে একই উচ্চতার ট্রলি

উন্নত মানের লেকার ফিনিশে তৈরি সাদা শোকেস

ফুলেল টুল

সেগুন ও এমডিএফ বোর্ডে তৈরি উন্নত মানের লেকার ফিনিশড হলুদ ক্যাবিনেট

টপ ড্রয়ার, বটম শেলভ আর রেইলযুক্ত লাইটওয়েট স্টো

বেণির বুননে তৈরি হ্যান্ড প্রিন্টেড পাটের কার্পেট

ওয়ালনাট রঙা টু-টিয়ার টেবিল

মধ্য শতাব্দীর মডার্ন ডিজাইন ক্যাবিনেট

প্রশস্ত টু সিটার সোফা

মডার্ন আর্ম চেয়ার। সঙ্গে মানানসই অটোম্যান
টিক উডের মেট্রো ডিজাইনের চেয়ার টেবিল সেট
বেঞ্চ

সেগুন কাঠের ট্রলি

সেগুন কাঠের খাট

কালো কাপড়ে মোড়ানো কাঠের অটোম্যান

সেগুন কাঠের তৈরি উন্নত মানের লেকারড

ফিনিশড পড়ার টেবিল ও চেয়ার

সেগুন কাঠের আলমারি

হেলানো আয়না

কাঠের তৈরি রঙিন বাতি

 

ছবি: সৈয়দ অয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top