পুরানো নয় পোলকা
ফ্যাশনে বিশ বছর আগেকার বেশ কিছু ট্রেন্ড ব্যবহার হচ্ছে। তার মধ্যেই একটি পোলকা ডট। এটা এমন এক ক্লাসিক প্রিন্ট যা বছর ঘুরে ফিরে এসেছে বহুবার। ঠিক তেমনটাই হচ্ছে এখন। গত কয়েক বছর ইন্টারন্যাশনাল রানওয়েতে তেমন ভাবে দেখা না গেলেও আইকনিক এ প্রিন্টটি ২০২০ এর স্প্রিং সামার কালেকশনে দেখা গেছে ভিন্ন ভিন্ন সব রূপে।
তবে প্রশ্ন আসতেই পরে রানওয়েতে কী হচ্ছে তা দেখে বাঙালি মেয়েরা কি পোশাক কেনে? এখন এড়িয়ে যাওয়ার উপায় নেই সেই প্রভাব। আন্তর্জাতিক ফ্যাশন বাজার দিয়ে প্রভাবিত হচ্ছে দেশের ফ্যাশন মার্কেটও।
দেশি কিংবা বিদেশি যেকোনো স্টাইলের পোশাকেই পোলকা ডট চমৎকার। তা হতে পারে শার্ট থেকে স্কার্ট কিংবা অন্য পোশাক। একদম ছোট ছোট ডটের লম্বা ফ্লোয়ি ড্রেস বা মিড লেন্থ ড্রেসও দারুন দেখায়। ট্র্যাডিশনাল শাড়ি, কামিজ বা কুর্তিতেও পোলকা ডটেট প্রিন্ট বা বুনন থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো প্রিন্ট টিমআপ না করাই ভালো।