সবজি দিয়ে নকশা
পোশাক রাঙিয়ে তোলা সম্ভব। ঘরে বসেই। পছন্দসই সবজিও হতে পারে এর অনুষঙ্গ।
উপকরণ:
১. আলু/ ঢেঁড়স/লেবু
২. ছুরি
৩. ফ্যাব্রিক পেইন্ট
৪. পছন্দসই কাপড় বা পোশাক
প্রক্রিয়া
আলু, ঢেঁড়স বা লেবু – সবজি যেটাই হোক, প্রথমে অর্ধেক করে কেটে নিতে হবে। আলু নিলে ছুরি দিয়ে তা পছন্দসই ডিজাইনে কার্ভ করে নিন। ঢেঁড়স আর লেবুর ক্ষেত্রে তা প্রয়োজন নেই।
এবার রুচি সম্মত ফ্যাব্রিক পেইন্টে সবজির কাটা অংশটা ডুবিয়ে নিতে হবে।
পোশাকে বা কাপড়ে সবজির রঙ মাখানো অংশটা চেপে রাখতে হবে, ব্লক প্রিন্টিংয়ের মতো করে। একটু পর উঠিয়ে নিন। তৈরি হয়ে যাবে প্রিন্টেড পোশাক।
পছন্দমতো ডিজাইন তৈরির জন্য বারবার একই প্রক্রিয়ায় সবজি দিয়ে ব্লক করে নিতে পারবেন।