সার্কুলার ফ্যাশন চর্চা
ফ্যাশনে নতুন নয় এর অনুশীলন। শুরুটা ২০১৪ তে। সম্প্রতি ফ্যাশন নিয়ে যখন ভিন্নতর সব ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে তখনই আবার আলোচনায় এই কনসেপ্ট। সার্কুলার ফ্যাশনের থিম খুব সহজ। কাপড়, জুতা থেকে অ্যাক্সেসরিজÑ ফ্যাশনের প্রতিটি অনুষঙ্গ, নকশা, সোসিং উৎপাদন কিংবা বন্টন করার ক্ষেত্রে দায়িত্বশীল হয়ে ওঠাই এর মূল উদ্দেশ্য। যাতে কার্যকরভাবে পণ্যের ব্যবহার করা যায়। সেই সঙ্গে পুনঃব্যবহার উপযোগী হয় দীর্ঘসময়ের জন্য। ব্যবহার শেষে ফেলে দেওয়ার পর পরিবেশেরও কোনো ক্ষতি যেন না করে ফ্যাশন পণ্যগুলো।
সার্কলার ফ্যাশনের চর্চা সম্ভব খুব সহজেই।
❙ নতুন লুক দরকার? পুরানো পোশাকটাই আপসাইকেল করে নিন নতুন কোনো স্টাইলে।
❙ পোশাক পুরোনো দেখালে নিজেই ছোট খাটো সারাই করে নিতে পারেন।
❙ সেকেন্ডহ্যান্ড পণ্যের দোকানগুলোতে সারুন কেনাকাটা।
❙ বন্ধুর সঙ্গে অদল-বদল করে নিতে পারেন পোশাক।
❙ রিসাইকেলড ম্যাটেরিয়ালে তৈরি পোশাক পরার চেষ্টা করুন।
❙ কোনো পোশাক ব্যবহৃত হচ্ছে না? বিক্রি করে দিন।