সাদায় কাদা
বৃষ্টিতে বাইরে বেরুলে, কাদা লাগাটাই স্বাভাবিক। সাদা পোশাকে তা বেশি চোখে পড়লেও সখের অন্য কাপড়েও যে এর দাগ বোঝা যায় না তা কিন্তু নয়। রইল দাগ তোলার সহজ উপায়।
❙ কাদা লাগলে বাসায় ফিরেই প্রথম কাজ, সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলা। পুরো কাপড় ধুতে না পারলেও কাদা মাখানো জায়গাটা পরিষ্কার করে নেওয়া দরকার। কাদা শুকিয়ে গেলে দাগ আরও বিশ্রী দেখায়। শুকনো দাগ বসে গেলে সহজে উঠতেও চায় না।
❙ ঠা-া পানিতে ভিজিয়ে রাখতে হবে দাগ লাগানো পোশাক। অনেক সময় আলগা কাদা শুধু পানিতেই উঠে যায়। কেচে নেওয়ার সময় কাদা লেগে থাকা অংশটা আলতো করে ঘষে নিতে হবে। ব্রাশ ব্যবহার মানা। ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। রঙ চটে যেতে পারে।
❙ দাগ বেশি শক্ত হলে, সামান্য পানিতে ডিটারজেন্ট গুলে পেস্ট তৈরি করে নিতে হবে। কাদার দাগের উপর সেটি মাখিয়ে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিন। তারপর পুরোনো নরম টুথব্রাশ দিয়ে দাগের জায়গাগুলো ঘষে ভালো করে ধুয়ে ফেলতে হবে। দাগ চলে যাবে।