‘ওয়্যারহাউজ’ এর ফল-২০২০ কালেকশন
‘কুল অ্যাজ আ কিউকাম্বার’ ট্যাগলাইন নিয়ে লঞ্চ হয়েছে অনলাইন ফ্যাশন হাউজ ‘ওয়্যারহাউজ’ এর নতুন কালেকশন। যাকে ভাগ করা হয়েছে দুটি অংশে। প্রথমটি ‘ওয়ার্ক ফ্রম হোম’ এর কনসেপ্টকে মাথায় রেখে ডিজাইন করা। যার অনুপ্রেরণা- কমফোর্ট কামস ফার্স্ট। পরিপাটি, তবে দিনভর পরে থাকার উপযোগী আরামদায়ক ফর্মাল ক্যাজুয়াল পোশাকগুলো প্রাধান্য দেওয়া হয়েছে কালেকশনের এ অংশে।
অন্য অংশটি রিল্যাক্সড প্লেফুল ভ্যাকেশন ভাইবে অনুপ্রাণিত। সুতি এবং লিনেনের মত বিদ্রেবল ফ্যাব্রিকে তৈরি হয়েছে কয়েকশনের প্রতিটি পোশাক। ফ্রি ফোয়িং, ফ্লুয়িড কাট পোশাকগুলোকে স্মার্ট স্টাইলিশ লুক, কিন্তু আরামারে সঙ্গে আপোষ না করে।
স্টারফিশ প্রিন্টেড জাম্পস্যুট, ফ্লোরাল কেপ, কাফতান ছাড়াও কালেকশনে মিলবে কাজে পরার উপযোগী কুর্তি পালাজো সেট। ‘ইন্দোনেশিয়াতে স্কুবা ডাইভিং এর অভিজ্ঞতা থেকেই মূলত নতুন স্টারফিশ ডুডল ডিজাইন যোগ করার আইডিয়াটা এসেছে মাখায়’ -জানালেন ওয়্যারহাউজের সত্ত্বাধিকারী তাসনিম ফেরদৌস। নতুন এ কালেকশনের পোশাকগুলো মিলবে ১২৯০ টাকা থেকে ১৭৫০ টাকায়। খুব শিঘ্রী ফল কালেকশনের পোশাকগুলোর আনস্টিচড ফ্যাব্রিকও মিলবে ওয়্যার হাউজে, পোশাক তৈরির জন্য। তাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে পোশাকগুলো।
ঠিকানা : www. Facebook.com/wearhouse2015