‘ম্যাক্সি’মাম স্টাইলিং
পরতে আরাম, দেখায়ও ভালো। স্টাইলিংয়ের ভিন্নতায় একটি ম্যাক্সি ড্রেসই কখনো দেয় স্ট্রিট শিক অ্যাপিল, আবার কখনো হয়ে ওঠে ব্ল্যাক টাই অ্যাফেয়ার অ্যাপ্রুভড। কিন্তু কীভাবে?
১. বোহো ভাইব তৈরি করতে চাইলে আর্দি টোনের ম্যাক্সি ড্রেস উপযুক্ত। সঙ্গে জড়িয়ে নিন বিডেড জুয়েলারি। পায়ে পরুন স্ট্র্যাপি স্যান্ডেল।
২. উজ্জ্বল প্রিন্টেড ম্যাক্সি ড্রেস পরলে অ্যাকসেসরিজ থাকুক মিনিমাল। পায়ে নিউট্রাল রঙের ফ্ল্যাট স্যান্ডেলই বেশি যুৎসই এর সঙ্গে।
৩. ফুল ড্রেসের ভাব তৈরির জন্য এর উপর চাপিয়ে নিন ফিটেড জ্যাকেট।
৪. ইভিনিং ওয়্যারের ক্ষেত্রে স্যাটিনের ম্যাক্সি ড্রেস পারফেক্ট অপশন। সঙ্গে মানানসই স্লিক ডিজাইনের ডেন্টি অ্যাকসেসরিজ। পায়ে থাকুক হিল।
৫. আলসে অবস্থাতেও অনায়াসে স্টাইল করে নেওয়া যায় ম্যাক্সি ড্রেস। পায়ে গলিয়ে নিন আরামদায়ক স্নিকার। ম্যাক্সি ড্রেসের টিম আপ করুন লেদার বা জিনসের জ্যাকেটের সঙ্গে।