বর্ষায় সবুজ
সবুজের নানা শেডের পোশাকে হয়ে উঠুন বর্ষণসুন্দরী। একদম প্রকৃতির সঙ্গে মানিয়ে।
বর্ষায় পরার জন্য আদর্শ রঙ বলা যায় একে। যা নিশ্চিত করবে চোখের আরাম। ফলে সবুজে সেজে উঠলে আপনাকে আকর্ষণীয় দেখাবেই। তবে শেড বাছাই করতে হবে কৌশলে। শেওলা, পিপারমিন্ট, খাকি, গাঢ় সবুজ, মরকত বা পান্নার মতো উজ্জ্বল সবুজ, পিকক গ্রিন- তালিকাটা বেশ লম্বা। বাঙালি মেয়েদের ত্বকে মোটামুটি সব কটিই মানায়। কিছু কিছু সবুজের শেডের সঙ্গে হলুদের কম্বিনেশন দুর্দান্ত দেখায়, কোনোটি আবার মানায় বাদামি বা খয়েরির সঙ্গে। সবুজ আর নীলের মিলমিশও নিঃসন্দেহে নজরকাড়া। নিওন গ্রিন আর কালোর কম্বিনেশন চমৎকার। আপনাকে কোনটাতে ভালো মানাবে, তা ট্রায়াল দিতে দিতেই বোঝা হয়ে যাবে একসময়। সবুজ পরার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেকোনো সময়ে হোক তা দিন বা রাত, ক্যারি করা যাবে অনায়াসে। অফিসের মিটিং থেকে সান্ধ্য পার্টি- কোথাও বেমানান দেখাবে না।