জুলাইয়ের প্রথম শনিবার আমেরিকান সুপারমডেল জিজি হাদিদ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করেন সুপার রিলেটাবেল মেকআপ-ফ্রি সেলফি। সেখানে দেখা যায় পিম্পল ক্রিম ব্যবহার করছেন তিনি।
সুপারমডেলেরাও অন্য পাঁচ জনের মতো করে ত্বকে পিম্পলের সমস্যায় ভুগে থাকেন, তা জিজি প্রকাশ করলেন দারুণভাবে। হোয়াইট রোব গায়ে জড়িয়ে বেয়ার ফেসে ক্যামেরার সামনে এসেছেন তিনি।

জিজি হাদিদের মেকআপ-ফ্রি সেলফি। ছবি: ইনস্টাগ্রাম
সেখানে সৌন্দর্যের স্নিগ্ধতা। ভেজা চুল জড়িয়ে রেখেছেন তোয়ালেতে। চিনে দৃশ্যমান স্পট ট্রিটমেন্ট ক্রিম।
প্যারিস ফ্যাশন উইক নিয়ে ব্যস্ত এই তারকা। সে সময়ে তুললেন আফটার শাওয়ার বিউটির এই ফটো।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন