ঈদ শেষে কাজে ফিরছে সবাই। জন্মসূত্রে পাওয়া পরিবার-আত্মীয়দের রেখে আবার ব্যস্ত জীবন। আছে শুধু বন্ধুরা।
সপ্তাহ খানেকের বিরতির পরে আবার জমছে আড্ডা। জমিয়ে গল্পের জন্যে মন করছে হাহাকার। এমন সময়ে যদি গেট টুগেদার আয়োজন করতে পারেন সবাই মিলে?
ওয়ান ডিশ পার্টি হতে পারে। এমন দাওয়াতে আরামদায়ক পোশাক পরতে পারেন। টিউনিক, কাফতান, টপস-পালাজ্জো, লং স্কার্ট আপনাকে শান্তি দেবে। শুয়ে-বসে হাসি-আনন্দে সময় কাটাতে কোনো অস্বস্তি হবে না।
কুর্তি পরতে চাইলে ঢিলেঢালা সুতি কিংবা লিলেনেরটা বেছে নিতে পারেন। সালোয়ার কামিজে সময়টি যাপন করতে চাইলে সেখানেও খেয়াল রাখুন কোনটিতে আরাম লাগে। এখানে বাহুল্য বর্জন শ্রেয়। বেসিকে পাবেন স্বস্তি।
শাড়ি যদি হয় আপনার নিত্যসঙ্গী, তাহলে সুতি, জর্জেট অথবা মোলায়েম রাজশাহী সিল্ক বেছে নিতে পারেন। পেয়ার আপ করুন ব্লাউজ কিংবা টপসের সঙ্গে।
রং বেছে নেওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারেন। বন্ধুদের কাছে কীসের নিয়ম-কানুন? রীতি-নীতি তো বন্ধুদের জন্যে নয়! হালকা জুয়েলারি থাকতে পারে সঙ্গে। পায়ে স্লিপার কিংবা সহজে পা গলানো যায় এমন জুতো।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন