গ্রাহকদের মাঝে থ্রিডি ভিডিও কলের সুবিধা নিয়ে এলো মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো। অপো গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রিডি স্ট্রাকচারড লাইট ব্যবহার করে দেওয়া হবে এই সুবিধা। সেখানে একটি পরীক্ষাও চালানো হয়েছে। থ্রিডি স্ট্রাকচারড লাইট পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে অপো১১ মডেলের হ্যান্ডসেট, যাতে রয়েছে ইন্টিগ্রেন্টেড স্ট্রাকচারড লাইট ক্যামেরা।
ফাইভ জি এনআর টার্মিনাল প্রোটোটাইপের থ্রিডি ক্যামেরার পোর্ট্রেট ইনফরমেশন থেকে তথ্য সংগ্রহ করে থ্রিডি ভিডিও চিত্রায়ণ করা হবে রিমোট রিসিভারের মাধ্যমে।
অপো রিসার্চ ইনস্টিটিউটের হার্ডওয়্যার রিসার্চ সেন্টারের পরিচালক বাই জিয়ান জানান, ৬ মাসের মধ্যে স্মার্টফোনে থ্রিডি স্ট্রাকচারড লাইট টেকনোলিজি প্রয়োগকে বাণিজ্যিকীকরণ করা হবে।
এই প্রযুক্তি ফাইভ-জি প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ এবং এ যুগের ফাইভ-জি সম্পর্কিত নতুন অ্যাপ্লিকেশন তৈরিতে ভূমিকা রাখবে।