সোমবার (১৪ এপ্রিল ২০২৫) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে, জেফ বেজোসের মালিকানাধীন স্পেস ফ্লাইট ব্লু অরিজিন রকেটে মহাকাশ চক্কর দিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন মার্কিন গায়িকা ও টেলিভিশন পারসোনালিটি কেটি পেরি। ‘অল-ফিমেল’ এই মহাকাশ ভ্রমণে ৪০ বছর বয়সী এই তারকার সফরসঙ্গী ছিলেন আরও পাঁচ নারী।

মহাকাশ ভ্রমণকালে স্পেস ফ্লাইটের ভেতরে কেটি পেরি। ছবি: ইন্টারনেট
বিবিসি-সূত্রে জানা যায়, ফ্লাইটটির স্থায়িত্ব ছিল ১১ মিনিটের মতো। ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার ওপর দিয়ে এই মহাকাশযাত্রীদের নিয়ে চক্কর দেয় ব্লু অরিজিন। এ সময়ে ফ্লাইটটি স্পেসের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা পেরিয়ে তাদের দেয় ওজনশূন্যতা অনুভবের অভিজ্ঞতা।

পৃথিবীতে ফিরে এসে মাটিকে চুমু খাচ্ছেন কেটি পেরি। ছবি: এএফপি
পৃথিবীতে ফিরে আসার পর অনুভূতি প্রকাশ করে কেটি পেরি বলেন, এই সফরে তিনি ‘জীবনের সঙ্গে সুতীব্র সংযোগ’ এবং এর ফলে ‘ভালোবাসার সঙ্গে সুতীব্র সংযোগ’ অনুভব করেছেন।
- ক্যানভাস অনলাইন