ক্যানভাস ডেস্ক
চলছে হ্যালোউইন। পৃথিবীর বিভিন্ন দেশে ৩১ অক্টোবর পালন করা হয় বিশেষ এই উৎসব। একে ঘিরে ভৌতিক সাজে হুল্লোড় পড়ে যায় বিশেষত কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের।
এবার নেটিজেনদের বিশেষভাবে চমকে দিয়েছেন ৩৩ বছর বয়সী এক ব্রিটিশ নারী। নাম, ম্যারিনা লেন। নগ্ন দেহে বডি পেইন্টের মাধ্যমে সেজেছেন পছন্দের সিনেমা ও কমিক বুক চরিত্রদের সাজে। টানা ১২ ঘণ্টা খেটেছেন তাতে। আর টিকটকে সেইসব ছবি ও ভিডিও পোস্ট করতেই রীতিমতো ভাইরাল!

বডি পেইন্টে ম্যারিনা লেনের হ্যালোউইন সাজ। ছবি: সংগ্রহ
গণমাধ্যমে লেন বলেন, বডি পেইন্টিংয়ের মাধমে ‘একটি চরিত্রে নিজেকে রূপান্তর করার প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। এজন্য প্রচুর অনুশীলন দরকার পড়ে; তবে দিন শেষে ব্যাপারটি মজার।’
ভাইরাল হওয়া একগুচ্ছ ভিডিওর একটিতে লেনকে দেখা যায়, নিজের নুড ফ্রেমে হ্যালোউইন থিম হিসেবে একটি পাম্পকিন-প্যাটার্ন সুয়েটার আঁকছেন ওই নারী। আরেকটি ক্লিপে নিজেকে বিট মিডলারের ‘হোকাস পোকাস’ চরিত্র উইনিফ্রেড স্যান্ডারসন রূপে রূপান্তর করতে দেখা যায় তাকে।
লেন বলেন, ‘মেকআপ নিয়ে আমি বহু বছর ধরেই কাজ করছি।’ এরমধ্যে নিজেকে প্রথম তিনি পেইন্ট করেন ‘ব্যাটম্যান’ চরিত্র জোকার রূপে। বলেন, ‘নিজেকে হার্লি কিনের রূপে রূপান্তরিত করাটা সত্যিই উপভোগ করেছি।’

হ্যালোউইনে ম্যারিনা লেন। ছবি: সংগ্রহ
টিকটকে লেনের ফলোয়ার কয়েক লাখ। এই সামাজিক যোগাযোগমাধ্যমে বডি পেইন্টের আড়ালে নিজের নগ্ন দেহ উপস্থাপন করা নিয়ে কোনো সংকোচ হয়নি তার। বলেন, ‘পরিবার ও বন্ধু-বান্ধবের কাছ থেকে দারুণ সহায়তা পেয়েছি। আমার দুই মেয়ে। একজনের বয়স ৭, আরেকজনের নয়। ওরা স্কুল থেকে এসে আমাকে এভাবে বডি পেইন্ট করতে দেখে বেশ খুশি হয়েছে। আমার স্বামী ক্রিসও জুগিয়েছে উৎসাহ।’
- সূত্র: নিউইয়র্ক পোস্ট