সৌদি আরবের মক্কায় জন্ম নেওয়া শাহাদ সালমান বেশ কয়েক বছর ধরনের সৌন্দর্য দুনিয়ায় আলো ছড়াচ্ছেন। তার জার্নিটা অবশ্য অন্য মডেলদের চেয়ে একটু আলাদা। চার বছর বয়স থেকেই ভিটিলিগো বা শ্বেতী রোগে আক্রান্ত তিনি; খবর ভোগ ম্যাগাজিনের।
মডেলিং দুনিয়ায় শাহাদের পদচারণা শুরু বড় প্ল্যাটফর্মে। ২০১৯ সালে ভোগ আরাবিয়া ম্যাগাজিনের কভার শ্বেতী রোগে আক্রান্ত আরেক মডেল, কানাডিয়ান উইলি হার্লোর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিলেন এই তরুণী।
ভোগ আরাবিয়ার কভারে জায়গা পেয়ে উচ্ছ্বসিত শাহাদ তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘ভোগে প্রথমবারের মতো কাজ করলাম। এর অংশ হতে পেরে দারুণ সম্মানিত বোধ করছি।’
শ্বেতী রোগের কারণে ‘নিজের চেহারা নিয়ে বেশ অস্বস্তি লাগত আমার। উইনি হার্লো আমাকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস এনে দিয়েছেন,’ যোগ করেন শাহাদ। আরও বলেন, ‘তাই সবাইকে বলি, বাস্তবতা যা-ই হোক, নিজেকে ভালোবাসুন।’
এদিকে সম্প্রতি ভোগ অ্যারাবিয়ায় প্রকাশিত এ সময়ের উদীয়মান আট আরব মডেলের তালিকায় জায়গা পেয়েছেন শাহাদও। বলে রাখা ভালো, আরব বংশোদ্ভুত দুই সুপারমডেল বোন বেলা ও জিজি হাদিদকে বাইরে রেখে করা হয়েছে এই তালিকা।
আরও বলে রাখা ভালো, শ্বেতী রোগ একটি বিরল রোগ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ এ রোগে আক্রান্ত।