সময় ও সুযোগ পেলেই সমুদ্র সৈকতে ঘুরে আসার ইচ্ছে জানি অনেকের মনেই উঁকি দিয়ে যায়! আদিগন্ত বিশাল জলরাশির সামনে দাঁড়ালে মনটাই ভালো হয়ে যায়, তাই না? আর আমাদের দেশের কক্সবাজারে তো রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত।
প্রিয় পাঠক, শেষ কবে সৈকতে গিয়েছেন আপনি? নাকি যাননি জীবনে কোনোদিনই? উত্তর যা-ই হোক, যদি যাওয়ার বাসনা থাকে, তাহলে ব্যাগে করে কিছু জরুরি জিনিস নিয়ে যেতে ভুলবেন না। বিশেষত নারীদের বলছি!
কী সেই জিনিস? চলুন এমনই তিনটির কথা জানা যাক ভোগ ইন্ডিয়ার সৌজন্যে।
রিঅ্যাপ্লায়িং সানস্ক্রিন
সমুদ্রের পাড়ে দাঁড়ানোর আগে নিশ্চয় মুখে সানস্ক্রিন প্রয়োগের কথা মাথায় রেখেছেন? শুধু একবার প্রয়োগ করলেই চলবে না। বরং মেকআপ করুন কিংবা না করুন, সূর্যের রশ্মি থেকে ত্বকের সুরক্ষায় প্রতিদিন দুই ঘণ্টা অন্তর অন্তর সানক্রিন প্রয়োগ করা জরুরি। এতে আপনার ত্বক পুড়ে যাওয়া থেকে রক্ষা তো পাবেই, থাকবে কোমলও। তাই সৈকতে গিয়ে সানস্ক্রিন খোঁজার বদলে বরং যাত্রা শুরুর কালেই ব্যাগে পুরে নিন।
শরীরের দাম
শুধু মুখত্বকের কথা ভাবলেই চলবে না, পুরো শরীরের সুরক্ষার কথাও ভাবতে হবে। তাই পানি ও ঘাম নিরোধক লোশন ব্যবহার করতে পারেন। কোন ব্র্যান্ডের কোন লোশন ব্যবহার করবেন, তা জানা না থাকলে আগে থেকেই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ঠোঁট সুরক্ষা
সৈকতে হাজিরের আগে নিজের ঠোঁটে লিপ বাম কিংবা অয়েলের প্রলেপ মেখে নিন। এতে আপনার ঠোঁট থাকবে সতেজ ও সুরক্ষিত; পাশাপাশি সৌন্দর্যরুচির বার্তা ছড়াতে পারবেন আপনি! তাই ভ্রমণ শুরুর আগেই ব্যাগে এই অনুষঙ্গ ভরে নিতে ভুলবেন না যেন।
আপনার সমুদ্র সফর আনন্দদায়ক ও নিরাপদ হোক।