skip to Main Content
এলো ‘মোয়ানা ২’

২০১৬ সালে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন মুভি ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয় দারুণ মুগ্ধতায়।

পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয় ‘তে ফিতির’ নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মোরগ। এই নিয়েই এগিয়ে যায় সিনেমার গল্প।

মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে ‘মোয়ানা’। বক্স অফিসে আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা।

অপেক্ষা বেশ দীর্ঘ হলেও এবার তার পালা শেষ হয়েছে। বড়পর্দায় এসেছে ‘মোয়ানা ২’। বুধবার (২৭ নভেম্বর ২০২৪) যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে একে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ‘মোয়ানা ২’-এ এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে ডোয়াইন জনসন।

২৯ মে ২০২৪ প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এরপর প্রকাশ পায় একটি গান, ‘উই আর ব্যাক’ শিরোনামে। গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়। গানটি বেশ সাড়া ফেলে দর্শকদের মাঝে।

এর আগে টিজারে আভাস পাওয়া যায়, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা। দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে তাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে। টিজারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌঁছাতে দেখা যায়।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top