গ্রামীণ ইউনিক্লোর মিরপুর-১২ আউটলেট এর উদ্বোধন করা হয়েছে ৩১ মার্চ, বৃহস্পতিবার। এটি গ্রামাীণ ইউনিক্লোর ১৭তম আউটলেট।
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, ‘নতুন আউটলেটের উদ্বোধন আমাদের ব্যবসায় সম্প্রসারণের অংশ। মিরপুরের মতো বৃহৎ এলাকার ক্রেতারা এখন থেকে গ্রামীণ ইউনিক্লোর পোশাক সহজেই কিনতে পারবে। আমাদের ব্র্র্যান্ড কনসেপ্ট যেহেতু কমফোর্টেবল সুতরাং নতুন স্টোরে আমরা আরও কমফোর্টেবল শপিং পরিবেশ নিশ্চিত করেছি’।
জাপানের ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লি. নামে যাত্রা শুরু করে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১৩ সালে গ্রামীণ ইউনিক্লো নামে ঢাকায় প্রথম আউটলেট স্থাপন করা হয়। এরপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন স্টোর উদ্বোধন করার মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে।
গ্রামীন ইউনিক্লো প্রতিষ্ঠা থেকেই তিনটি উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে- ১. বাংলাদেশের সকল মানুষের মাঝে ব্যতিক্রমি পোশাকের মাধ্যমে আনন্দ ও সন্তুষ্টি প্রদান করা ২. ব্যবসার মাধ্যমে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর সমাধান করা ৩. সামাজিক ব্যবসায় প্রসারের জন্য সকল মুনাফা পুনবিনিয়োগ করা।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।