পোর্টফোলিও I নুয়াইবা
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
নুয়াইবা
২০১৯ সাল থেকে ক্রেতাদের ফেস্টিভ সল্যুশনের নির্ভরযোগ্য নাম। পরিশীলিত প্যাটার্ন, জমকালো নকশা আর আয়োজনের আতিশয্যকে প্রাধান্য দিয়ে তৈরি প্রতিটি পোশাক। নারী নিবেদিত প্রোডাক্ট লাইন। এতে লেহেঙ্গা, শারারা, ঘারারা, গাউন ছাড়াও মিলবে উৎসবসম্মত সালোয়ার-স্যুট। রাজধানীর গুলশানে বর্তমান অবস্থান নুয়াইবার।
স্টোর: হাউস ৬/এ, রোড ১১৩, গুলশান ২, ঢাকা।
ওয়েব: nuaiba.com
ফেসবুক: Nuaiba
ইনস্টাগ্রাম: Nuaibaofficial
কেয়ার লাইন: ০১৭৭৬৬০০৩২২
মডেল: প্রেইরি, আফসানা ও আরনিরা