পোর্টফোলিও I নাবিলা
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
নাবিলা
উৎসব আনন্দের উপযোগী পোশাকের পরিচিত নাম নাবিলা বুটিক। আনুষ্ঠানিক যাত্রা শুরু ২০০৬ সালে। বিয়ের আয়োজনের জন্য পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে বর-কনের কাছে বেশ নির্ভরযোগ্য ব্র্যান্ড। দক্ষিণ এশিয়ার ডিজাইনারদের তৈরি করা ঐতিহ্যবাহী পোশাকের পসরা সাজিয়েছে এই লেবেল। ভারত ও পাকিস্তানের নকশা করা বিয়ের পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে। একই সঙ্গে পাওয়া যায় ডিজাইনার শামিমা নবী এবং ফ্যাশন ও অ্যাপারেল ইন্ডাস্ট্রির ওপরে পিএইচডি করা নাবিলা নবীর আনকোরা ডিজাইন ওয়ার্ক।
স্টোর: এমসিসি বিল্ডিং, লেভেল ৬, ৭৬ গুলশান অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা।
ওয়েব: nabila.com.bd
ফেসবুক: nabila.boutiques
ইনস্টাগ্রাম: nabila.boutiques
কেয়ার লাইন: ০১৬৩২১৩২২৫৯
মডেল: প্রেইরি, আরনিরা, সজিব, আনসা, নিহাফ, আফসানা ও হাসিন
জুয়েলারি: নাবিলা ও উযমাহ্