পোর্টফোলিও I কিয়ারা
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
কিয়ারা
ডিজাইনার ব্র্যান্ড কিয়ারা বাই প্রীতি মোদি। ২০১৭ সালে স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু। গ্লোবাল ট্রেন্ডের মিশেলে শাড়ি তৈরি করে পেয়েছে জনপ্রিয়তা। কালেকশনে নজর কাড়বে ক্লাসি সব শাড়ি। তবে ট্রেন্ডের সঙ্গে কম্প্রোমাইজ করে নয়। প্রোডাক্ট লাইনে আরও আছে লেহেঙ্গা, কুর্তি ও জুয়েলারি। নকশায় স্বাচ্ছন্দ্য প্রাধান্য পায়। সিগনেচার মোটিফ ফড়িং। প্রতিবছর নতুনভাবে যার দেখা মেলে ব্র্যান্ডটির পোশাকে।
স্টোর: হাউস ২৩/বি, রোড ৩৫, গুলশান ২, ঢাকা।
ওয়েব: Kiara.com.bd
ফেসবুক: Kiarabypreetimodi
ইনস্টাগ্রাম:Kiara_by_preeti_modi
কেয়ার লাইন: ০১৭১৩০৩২২৯৭
মডেল: তাসনিম, তাজরিয়ান, অন্তরা, এফা, সাফা ও আফসানা
জুয়েলারি: কিয়ারা ও উযমাহ্