পোর্টফোলিও I রঙবতী
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
রঙবতী
রুপার গয়নার প্রতি দুই বান্ধবীর ভালো লাগা থেকেই পথচলা। দোকান ঘুরে পছন্দ না হলে নতুন ও আনকোরা ডিজাইনের গয়না তৈরি করে নিতেন নিজেরাই। বানানো এসব নকশা আশপাশের অনেকের পছন্দও হতো। তখনই রুপার মতো ব্রাস মেটাল দিয়ে সাশ্রয়ী মূল্যে গয়না তৈরির প্রণোদনা। ২০১৬ সালে যাত্রা শুরু।
রঙবতীর গয়নাগুলো মূলত ব্রাস মেটাল নামে সংকর ধাতুর ওপর রুপা এবং অন্যান্য উপাদানের প্রলেপ দিয়ে তৈরি। সঙ্গে বিভিন্ন ধরনের বিডস, পার্ল এবং কিছু কিছু ক্ষেত্রে মীনাও ব্যবহৃত হয়।
ওয়েব: rongoboti.squarespace.com
ফেসবুক: rongoboti.17
ইনস্টাগ্রাম: rongoboti_online
কেয়ার লাইন: ০১৭৫৮৫৭৪০১৮
মডেল: আনসা, মৃদুলা ও প্রেইরি
ওয়্যারড্রোব: সাফিয়া সাথী ও কিয়ারা