পোর্টফোলিও I সাফিয়া সাথী
আকদে আরম্ভ। রিসেপশনে শেষ ঝাঁ-চকচকে শোডাউন। সুশোভিত পোশাকের ওপর স্পটলাইট পড়ে পরিচয় থেকে পরিণয়ের প্রতিটি পর্বে। আর এই বিশিষ্টতার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বিস্তৃত হয় ডিজাইনারদের মুড বোর্ডের ক্যানভাস। অনেকে আজও বিশ্বাস রাখেন চিরন্তন পোশাকভাবনায়; তো কারও পছন্দ ফিউশনাল ওয়্যারের ড্রামাটিক প্রেজেন্টেশন। কাট, প্যাটার্নে মিক্সড অ্যান্ড ম্যাচের মুনশিয়ানার পাশাপাশি আনন্দ আয়োজনের সেসব পোশাকে আলো ছড়ায় ক্ল্যাসিক থেকে মনোটোনের মায়া। এবারের ব্রাইডাল সিজনে সাজপোশাকের কেমন আভাস মিলছে? ফ্যাশন অ্যালবামের পাতায় পাতায় রইল তারই হদিস
মেকওভার: পারসোনা
জুয়েলারি: উযমাহ্
ছবি: কৌশিক ইকবাল
শুট কো-অর্ডিনেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
বিশেষ কৃতজ্ঞতা: সাদমান সালাউদ্দিন
সাফিয়া সাথী
বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কাজ করে ডিজাইনার ব্র্যান্ড সাফিয়া সাথী। শিকড়কে ধরে রেখে নতুনত্বকে আলিঙ্গনে বিশ্বাস করে এই লেবেলের কর্ণধার সাফিয়া। নকশায় ভিনটেজ এবং ট্রেন্ডি—দুয়ের মিশেল। উৎসাহ খুঁজে নেন চারপাশ থেকে। মোটিফে তাই প্রকৃতির প্রবল প্রকাশ। নিডল ওয়ার্কে সুনিপুণ। কালার প্যালেটে সৃজনশীল।
স্টোর: হাউস ৪২, রোড ৪১, গুলশান ২, ঢাকা।
ওয়েব: safiyasathi.com
ফেসবুক: safiasathibd
ইনস্টাগ্রাম: safiyasathi
কেয়ার লাইন: ০১৭৬৫৮৯৯৪০৬
মডেল: মৃদুলা, হাসিন, নিহাফ, সজিব, প্রেইরি, আরনিরা, আনসা ও আফসানা