skip to Main Content

পোর্টফোলিও I হুর লাক্সারি বাই সৌমিন

বর্তমান সময়ের ব্যস্ত ফ্যাশন ডিজাইনার সৌমিন আফরিন। ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সৌমিন কস্টিউম ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য টিভি বিজ্ঞাপনের জন্য পোশাক তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় রুপালি পর্দায় আসে তার কাজ। ২০১২ সালের বহুল আলোচিত ‘চোরাবালি’ চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি।
সৌমিন বরাবরই স্বপ্ন দেখতেন নিজের ফ্যাশন ব্র্যান্ড শুরু করার। সেই স্বপ্ন পূরণ হয় ২০১২ সালে। নাম দেন হুর। খুব অল্প সময়ে ক্রেতার আস্থা তৈরিতে সক্ষম হয় ব্র্যান্ডটি। সৌমিন ক্রেতাচাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। ব্যক্তির ইচ্ছা, পছন্দকে গুরুত্ব দেওয়া হয়। তাই কাস্টমাইজড ডিজাইন তৈরিতে নিয়মিত হয়েছেন তিনি। ফ্যাশনিস্তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। করোনাকালেও থেমে থাকেননি সাহসী সৌমিন। তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন। এরপরে ২০১৯ সালে, তিনি ‘হুর লাক্সারি বাই সৌমিন’ নিয়ে নতুন যাত্রা শুরু করেন। ক্রেতাদের পরিচয় করিয়ে দেন অভিজাত পোশাকের সঙ্গে। প্রোডাক্ট লাইনে রাখেন ব্রাইডাল ও পার্টিওয়্যার। এই ডিজাইনারের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে একটি ব্রাইডাল স্টুডিও প্রতিষ্ঠার। ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় এই তরুণ প্রাণের ভাষায়। তিনি বলেন, ‘আমার ক্রেতা ও বন্ধুরা আমাকে আজকের সৌমিন আফরিন হতে সাহায্য করেছেন। তাদের কাছে কৃতজ্ঞ।’
শাখা: ১১/বি (চতুর্থ তলা), পিংক সিটি, গুলশান-২, ঢাকা।
কারখানা: হাউস ১৫৬, লেন ১, বারিধারা ডিওএইচএস, ঢাকা।

Facebook: HouseOfWearsBD
Instagram: hur_by_soumin_afrin
কেয়ার লাইন: ০১৭৩৬৮৪৭৫৭৫

মেকওভার: পারসোনা
শুট ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
কৃতজ্ঞতা: এস কে ডেকর বাই সাইমুল করিম
ছবি: কৌশিক ইকবাল

গোলাপি লেহেঙ্গা। টপে সাদা সুতা আর জারদৌসির কারুকাজ। ট্যাসেলে উৎসবমুখরতা। স্নিগ্ধ সাজে অপরূপা
মডেল: আদৃতা

ঢেউ খেলানো নকশায় পাড়-আঁচল সুন্দর। শাড়ির জমিনের স্বল্প নকশা। ব্লাউজে নান্দনিকতার সুন্দর প্রকাশ
মডেল: সাবিনা স্যাবি

কালার শেডে গোলাপির বৈচিত্র্যময় উপস্থাপন। পিচ, পিংক, কোরাল, মভ, ফুশিয়ার শুভ্রতা। সঙ্গে ট্যাসেল-ফ্রিলের বাজিমাত!
মডেল: অবন্তিকা, এফা, অন্তরা ও সামিরা
¬

কাপল কালেকশন। গাঢ় রঙের দুর্দান্ত উপস্থাপন। নেভি ব্লু শাড়িতে সোনালির আঁকিবুঁকি। ব্লাউজের অলংকরণের অপরূপ নকশা
মডেল: তানজিয়া জুথী

সামার ফিট পাঞ্জাবির সঙ্গে কটির যুগলবন্দী। সাদার সঙ্গে নীলের মিশেল। আর কটি জুড়ে সোনালি নকশার উপস্থাপন
মডেল: সাদাত

কটন কাপড়ে শতভাগ স্বস্তি। সহজ নকশা। বাটন প্লেটে নকশার পারিপাট্য
মডেল: ইমরান ও গগন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top