পোর্টফোলিও I রাইজ
স্ট্রিট ফ্যাশন কালচার নিয়ে বাংলাদেশের ফ্যাশন জগতে যাত্রা শুরু করে লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। ২০১৪ সালে। তবে দেশের মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে ট্র্যাডিশনাল ও ক্যাজুয়াল পোশাকের বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করছে ব্র্যান্ডটি। পাশাপাশি রাইজের রয়েছে অ্যাকসেসরিজের এক্সক্লুসিভ কালেকশন। ‘প্রাইড ইন ইওরসেলফ’ স্লোগানে দৃঢ়বিশ্বাসী রাইজ। আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির প্রথম শোরুম উদ্বোধন হয় ২০১৭ সালে। প্রতিবারের মতো এবারও রাইজের ঈদুল আজহা কালেকশনে প্রাধান্য পেয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের এথনিক টপস ও লাক্সারি থ্রিপিস। রেগুলার পাঞ্জাবিতেও ব্যবহার করা হয়েছে ফাইন কটন আর মেয়েদের এথনিক টপসে প্রাধান্য পেয়েছে ভিসকস, জ্যাকার্ড সিল্ক, জর্জেট ইত্যাদি। গ্রীষ্মের জন্য ব্যবহার করা হয়েছে সর্বোত্তম লাইটওয়েট উপাদান। এবার ঈদ গ্রীষ্মকালে হওয়ায় ক্রেতার আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ফ্যাব্রিক বাছাই করা হয়েছে। পাশাপাশি ড্রেসগুলো বেশ কালারফুল।
রাইজের ব্র্যান্ড ম্যানেজার আরেফিন হক জানান, ঈদের দিন ছাড়া ছুটির অন্য দিনগুলো মাথায় রেখে রাখা হয়েছে ছেলেদের শর্ট স্লিভ ও ক্যাজুয়াল শার্টের বিশাল কালেকশন আর মেয়েদের ক্যাজুয়াল টপস। এ ছাড়া রয়েছে কিছু মিনিমি কালেকশন, যাতে ফ্যামিলির বাবা-মা-ছেলে-মেয়ে ম্যাচিং করে ঈদ উপভোগ করতে পারে। রাইজের নতুন লাইনআপ হিসেবে যোগ হয়েছে ছেলে ও মেয়েদের পারফিউম। আরও আছে গ্রাফিতি ডিজাইনের ইনসুলেটেড ওয়াটার বোতল। হোম ফ্র্যাগরেন্স বিভাগে রয়েছে বিভিন্ন ফ্লেভারের রুম স্প্রে, ডিফিউজার ও ক্যান্ডলস।
রাইজ ঈদ কালেকশন পাওয়া যাচ্ছে দেশজুড়ে সব আউটলেটে ও অনলাইনে।
শাখা: বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা; বনানী ১১, ঢাকা; উত্তরা মডেল টাউন, ঢাকা; যমুনা ফিউচার পার্ক, ঢাকা; আদাবর, ঢাকা; বেইলি রোড, ঢাকা; প্লাজা সেন্টার, এলিফ্যান্ট রোড, ঢাকা; কান্দিরপাড়, কুমিল্লা; আম্বরখানা, সিলেট; সনি স্কয়ার, মিরপুর ১, ঢাকা; পল্লবী, মিরপুর ১২, ঢাকা; এস.এল শপিং প্লাজা, বোয়ালিয়া, রাজশাহী; পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম; আইকন খাজা টাওয়ার, ফেনী; তায়বাহ সেন্টার, মজিদ সরণি, খুলনা; আকুরটাকুর পাড়া, টাঙ্গাইল; ময়মনসিংহ রোড, ময়মনসিংহ; মুজিব সড়ক, যশোর; র্যাঙ্কিন স্ট্রিট রোড, ওয়ারী, ঢাকা; থানাপাড়া, কুষ্টিয়া; দৈনিক যুগের আলো ভবন, জিএল রায় রোড, রংপুর; অ্যামিকাস প্লাজা, জলেশ্বরীতলা, বগুড়া।
ফেসবুক: www.facebook.com/risebrandclothing/
ওয়েবসাইট: www.rise-brand.com
ইনস্টাগ্রাম: rise-brand
কেয়ার লাইন: ০১৭৫৫৫৫৬৬১৩
মেকওভার: পারসোনা
শুট ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
কৃতজ্ঞতা: এস কে ডেকর বাই সাইমুল করিম
ছবি: কৌশিক ইকবাল
ক্যাজুয়াল শার্টে রেশমি আভিজাত্য। কলার আর বাটন প্লেটে অনন্যতা। বটমে স্ট্রেইটকাট প্যান্ট
মডেল: অন্তরা
অ্যাশ-ব্ল্যাকের কম্বিনেশন। ক্যাজুয়াল স্মার্ট ভাইব
মডেল: রাব্বি
জাম্পস্যুট। সলিড ব্ল্যাকে স্বতন্ত্র। কোমরবন্ধে ম্যাট গোল্ডেন। হেড অ্যাকসেসরিজে টিল কালার সামার হ্যাট
মডেল: এফা
এ লাইন কুর্তি। স্লিভ আর নেকলাইনে নকশার উপস্থিতি
মডেল: এফা
ওয়াইন কালার পাঞ্জাবি। জ্যামিতিক মোটিফের যৎসামান্য নকশা। নেকলাইন, স্লিভ—সবেতেই। সঙ্গে সলিড কালার বাটন
মডেল: ইমরান
উজ্জ্বল লালে বাদামির নকশা। সিঙ্গেল কুর্তি। জমকালো কারুকাজ। স্লিভে অলংকরণের নতুনত্ব
মডেল: সামিরা
লাল পাঞ্জাবিতে উৎসব উপযুক্ত। কলার আর বাটন প্লেটে নিখুঁত নকশার বাহারি উপস্থাপন
মডেল: রাব্বি
এ লাইন কামিজ। গঠনগত নকশায় সারল্য। লাল জমিনে কালো আলংকারিক নকশা।
মডেল: অন্তরা
সামার ফিট শার্ট। হাফ স্লিভে আরাম। নীল রঙের সুন্দর উপস্থাপন। সঙ্গে সাদা প্যান্ট
মডেল: ইমরান
স্ট্রাইপ শার্ট। স্লিভে ইলাস্টিকের উপস্থিতি। স্টাইলিশ। পেয়ার আপ কালো ট্রাউজারের সঙ্গে
মডেল: সামিরা
বেইজ কালারের স্লিম ফিট শার্ট। কলার আর বাটন প্লেটে ভিন্নতা
মডেল: নিহাফ
পাউডার পিংক টপ। ড্রামাটিক স্লিভ। সুইটহার্ট নেক। বটমে ক্রিম কালার ট্রাউজার
মডেল: অবন্তিকা