পোর্টফোলিও I ক্লোদেন
২০২১ সালে যাত্রা শুরু ক্লোদেন-এর। স্বপ্নবাজ এই দেশি ফ্যাশন ব্র্যান্ড বেশ আত্মপ্রত্যয়ী। প্রোডাক্টের ক্ষেত্রে মূলত ২০ থেকে ৪৫ বছর বয়সী ক্রেতাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রাধান্য। এই এজ-গ্রুপই রয়েছে ব্র্যান্ডটির ফোকাস বা টার্গেট কাস্টমারদের তালিকায়। পাশাপাশি সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে নিজেদের প্রোডাক্ট সাজিয়েছে ব্র্যান্ডটি। সব স্টাইলের প্রোডাক্ট যেমন এথনিক, মডার্ন, ওয়েস্টার্ন ও ফিউশনের সমাহারে কাজ করছে ক্লোদেন।
সিগনেচার প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট ও রেগুলার প্রোডাক্ট—এই তিন ক্যাটাগরিতে ক্লোদেন সাজিয়েছে পণ্যের সম্ভার। তাতে নতুন মাত্রা যোগ করেছে এবারের ঈদ কালেকশন। সময়ের ভাষা বুঝে ট্রেন্ডি ও ইউনিক সব প্রোডাক্টের সমাহার ঘটেছে কালেকশনটিতে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপারে ব্র্যান্ডটি বেশ আশাবাদী।
আউটলেট: হাউস ৬০, রোড ১০, ব্লক ডি, বনানী, ঢাকা।
ফেসবুক: www.facebook.com/klothen.shop
ওয়েব: www.klothen.shop
ইনস্টাগ্রাম: klothen.shop
কেয়ারলাইন: ০১৩২২৮৯৪৯৯০
মডেল: পলাশ, প্রমা, অর্কিড, ইলা, সালেকিন, আনসা, আকাশ, সাকিরা ও জামি
ছবি: সালেক বিন তাহের