হরাইজন
বেলা হাদিদকে নিয়ে ফ্রাঙ্কাইসের অ্যাঞ্জেল
সুপার মডেল বেলা হাদিদ যুক্ত হয়েছেন সুইম ওয়্যার লেবেল ফ্রাঙ্কাইসের সঙ্গে। উদ্দেশ্য, বিকিনির নতুন সংগ্রহ সবার সামনে উপস্থাপন। বিকিনি টপের লিমিটেড এডিশন এটি। নাম রাখা হয়েছে অ্যাঞ্জেল। হাদিদের ব্যক্তিত্বকে উপজীব্য করে এই সংগ্রহ নকশা করেছে ব্র্যান্ডটি। তার কাউ গার্ল লাইফস্টাইল, মালিবুতে কাটানো জীবন এখানে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বসন্তের জন্য উপযোগী এই সংগ্রহ। স্লিভে দেখা গেছে নতুনত্ব। ক্যাপ স্লিভ ফিরেছে সাড়ম্বরে। পোলকা ডটেরও দারুণ রমরমা। কিউট রেড বো ব্যবহার করতে দেখা গেছে। উচ্চ মানের ওয়েস্টার্ন ক্র্যাফটম্যানশিপের ব্যবহার দেখা গেছে। ৪ মার্চ থেকে পাওয়া যাচ্ছে ফ্রাঙ্কাইসের অনলাইন পোর্টালে।
প্যারিস ফ্যাশন উইক ২০২৫
৩ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হয় এ বছরের প্যারিস ফ্যাশন উইক। মোটমাট ১০৯টি ব্র্যান্ড এতে অংশ নেয়। অনুষ্ঠিত হয় ৭২টি রানওয়ে। ওভারসাইজড পোশাক, হাইব্রিড ক্লদিং ছিল আলোচনার শীর্ষে। কোকো শ্যানেল, ডিওর, ব্যালেন্সিয়াগা, ক্লোয়ে এবং আলেক্সান্ডার ম্যাককুইন তাদের লেটেস্ট কালেকশন প্রদর্শন করেছে। ফরমাল আর স্ট্রিট ওয়্যারের মিশেল কেড়েছে নজর। ব্যালেন্সিয়াগা উপস্থাপন করেছিল এই আনকোরা আয়োজন। ভ্যালেন্টিনোর ব্যানারে দেখা গেছে রেট্রো ইন্সপায়ারড কালেকশন। যেখানে ফাংশনাল স্টাইল মেইনটেইন করা হয়েছে। জিভাঁশির সংগ্রহে দেখা গেছে মডার্ন টুইস্ট। স্টেলা ম্যাকারটিনি নিয়ে এসেছিল সাসটেইনেবল পোশাক।
অ্যাডিডাস x স্পোর্টি অ্যান্ড রিচ
জার্মান অ্যাথলেটিক অ্যাপারেল এবং ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস আর লস অ্যাঞ্জেলেস বেসড ব্র্যান্ড স্পোর্টি অ্যান্ড রিচ একসঙ্গে কাজ করছে। উদ্দেশ্য, নতুন কালেকশন বাজারে নিয়ে আসা। সোয়েট শার্ট এবং স্নিকার থাকছে এ সংগ্রহে। ক্যাজুয়াল পোশাক হিসেবে ব্যবহার করা যাবে যেকোনো আয়োজনে। আরামের শতভাগ নিশ্চয়তা নিয়ে। জিম, আড্ডা, বাজার থেকে শুরু করে এয়ারপোর্ট লুকেও মানিয়ে যাবে। কালার প্যালেট থেকে উজ্জ্বল রং বেছে নেওয়া হয়েছে। নেভি ব্লু, সবুজ আর মেরুন শেড পেয়েছে বিশেষ গুরুত্ব।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ