ইভেন্ট I বিউটাইন রিভাইব প্রেজেন্টস ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড
গেল ২৬ ফেব্রুয়ারি রাতে র্যাডিসনের অ্যাটায়ার ক্লাব বিডি লামোর ইভেন্টসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড’ সিজন-৪ ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫।
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউর মেজবান হলে ঈদ ফ্যাশন রানওয়েতে ঝড় তুলেছেন তারকা মডেলরা। নিয়ন আলোয় ঝলমলে মঞ্চ ঘিরে উপস্থিত ছিলেন আমন্ত্রিত সহস্রাধিক দর্শক। এতে তারকা অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানস্থলে অভিজ্ঞান ও স্টাইলের অনন্য মেলবন্ধন ঘটে। গ্ল্যামার, সৌন্দর্য এবং নতুন ফ্যাশন ট্রেন্ডের অসাধারণ সংমিশ্রণে এই আয়োজন যেন হয়ে ওঠে ঈদের আগে এক স্মরণীয় মুহূর্ত। শীর্ষ ১০ ডিজাইনারের কালেকশন, তারকাদের উপস্থিতি এবং ঝলমলে পরিবেশে দর্শকেরা ছিলেন মন্ত্রমুগ্ধ।
ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা ১০টির বেশি ফ্যাশন কিউতে অংশ নেন। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবাসিক প্রতিষ্ঠান সিপিডিএল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি বারকোড গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। এই আয়োজনে টাইটেল স্পনসর ছিল বিউটাইন রিভাইভ, পাওয়ারড বাই স্পনসর ব্লুমুন ফ্যাশন, প্লাটিনাম স্পনসর মেগামার্ট, ডায়মন্ড স্পনসর রিয়েল ডায়মন্ড, মেকাপ পার্টনার আর্ট অ্যান্ড বিউটি, গোল্ড স্পনসর বারকোড রেস্টুরেন্ট গ্রুপ ট্রাফিক, জেন্টলম্যান, ফারশার ওয়্যারড্রোব, মায়রা, এশিয়া জুয়েলস, মায়া, ফেইথ ফ্যাশনসহ দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাটায়ার ক্লাবের আরিফুর রহমান ও মাহমুদুর রহমান এবং লামোর ইভেন্ট ও ওয়েডিং ভাও’স-এর সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি ও সাইফ শোয়েব। তারা জানান, প্রত্যেকের অক্লান্ত প্রচেষ্টায় এই ইভেন্ট দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক নতুন যুগের সূচনা করেছে।
ছবি: আয়োজকদের সৌজন্যে