skip to Main Content
অংশীদারত্বে রিমার্ক হারল্যান ও মীনা বাজার

জনপ্রিয় কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক এলএলসি ইউএসএ-এর এফিলিয়েটেড রিমার্ক-হারল্যান এবং বৃহৎ রিটেইল চেইন শপ মীনা বাজারের মধ্যে যৌথ ব্যবসায়িক পরিকল্পনা চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি রিমার্ক-হারল্যানের করপোরেট কার্যালয়ে উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার আশরাফুল আম্বিয়া এবং মীনা বাজারের পক্ষে চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ জায়গীরদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় মীনা বাজারের সকল আউটলেটে রিমার্ক উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে। যার মাধ্যমে ক্রেতারা গুণগত ও অথেনটিক পণ্যের পাশাপাশি বিভিন্ন প্রকারের মূল্যছাড় ও অফার পাবেন, যা তাদের ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করবে। একই সঙ্গে মীনা বাজারও রিমার্কের পণ্য বিক্রয়ে বিশেষ সহায়তা প্রদান করবে।

বলে রাখা ভালো, রিমার্ক অরিক্স, লিলি, একনল, সানবিট, টাইলক্স, লিটল ওয়ান ব্র্যান্ডগুলো নিয়ে হোম অ্যান্ড পারসোনাল কেয়ার ক্যাটাগরিতে পণ্য তৈরি করে। এ ছাড়া ফ্যাশন সচেতন ভোক্তাদের জন্য রয়েছে নিওর, ম্যাক্স বিউ, ব্লেজ ও স্কিন, হারল্যান, স্কিন মিন্ট ব্র্যান্ডের বিভিন্ন কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্য। স্বাস্থ্য সচেতনতার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সংগতি রেখে প্রতিষ্ঠানটি ক্যাভোটিন, সিওডিল, ডার্মো ইউ ব্র্যান্ডের মাধ্যমে মেডিকেটেড কসমেটিকস সরবরাহ করে; যা ত্বক ও চুলের বিশেষ যত্নে কার্যকর। রিমার্কের এ সকল পণ্য দৈনন্দিন জীবনে এবং রূপচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

এই চুক্তি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ব্যাবসায় এবং রিটেইল ব্যবসা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভোক্তাদের জন্য মানসম্পন্ন পণ্য সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top