skip to Main Content
লুই ভিতোঁর স্পর্শে জেনডায়া যখন ‘গডজিলা’র মতো অতিকায়

ফরাসি ফ্যাশন জায়ান্ট লুই ভিতোঁর রিসোর্ট ২০২৫ ক্যাম্পেইনের শীর্ষবিন্দুতে জায়গা করে নিয়েছেন হলিউড তারকা জেনডায়া। এই প্রচারণায় ইতালির এক সমুদ্র সৈকতে অভিনেত্রীকে দেখা গেছে ফিকশনাল ক্যারেক্টার গডজিলার মতো অতিকায় অবয়বে।

তার এমন ছবি বাছাইকৃত কিছু গণমাধ্যমে ছাপা হয়েছে গেল ১৩ এপ্রিল; আর, ভিতোঁর সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলো সম্প্রচারিত হবে আগামী ১৬ মে। খবর উইমেন’স ওয়্যার ডেইলির [ডব্লিউডব্লিউডি]।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ইতালিয়ান রিভিয়েরার সিনেমাটিক দৃশ্যপটে জেনডায়াকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী ইনেজ ভ্যান ল্যাম্বসুইর্ডে এবং বিনোধ মাতাদিন। তাতে বালুকাময় সৈকতে লঞ্জ চেয়ার ও বিচ আমব্রেলার মধ্যে সুপারইমপোজ করা হয়েছে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে; যেখানে তার ‘অশেষ’ পা আর লেদার অ্যান্ড উইকার ক্যাপুচিনস ব্যাগের কাছে বাকি সবকিছু খর্বকায় হয়ে উঠেছে।

এই প্রচারণার এক দৃশ্যে জেনডায়ার পরনে রয়েছে একটি শর্ট এলবিডি (লিটল ব্ল্যাক ড্রেস), যেটির পিঠ খোলা; পায়ে লেদার টং স্যান্ডেল। তার পা সমুদ্রের উচ্ছল নীল পানিকে যেন বহু উঁচু থেকে স্পর্শ করতে যাচ্ছে!

‘লুই ভিতোঁর মেজাজের প্রতি ভীষণ সত্যবান এই রিসোর্ট কালেকশনের দ্বারস্থ হয়ে ভ্রমণের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তুলেছেন জেনডায়া,’ জানিয়েছে ব্র্যান্ডটি।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ এবং লুই ভিতোঁ/ডব্লিউডব্লিউডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top