ঈদুল আজহা ঘিরে নতুন সংগ্রহ হাজির করেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যান্ডটি জানায়, এই কালেকশনে পোশাকের নকশায় থিম হিসেবে কাজে লাগানো হয়েছে বাংলার আল্পনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা।
ডিজাইনের পাশাপাশি বরাবরের মতো মানসম্পন্ন কাপড়, আরাম ও স্টাইলে দেওয়া হয়েছে গুরুত্ব। এই আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি।

ঈদ যেহেতু পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব– সবাইকে নিয়ে উদযাপনের বিষয়, সেই ভাবনা থেকে ব্র্যান্ডটি তৈরি করেছে একই ডিজানের পারিবারিক পোশাক, যা ছোট-বড় সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। পারিবারিক এই পোশাকে রং ব্যবহৃত হয়েছে নেভিব্লু ও আকাশি। গরমে যা দারুণ আরাম দেবে।
বাড়তি পাওনা হিসেবে থাকছে দেশীদশ ব্যতীত রঙ বাংলাদেশের সকল আউটলেটে সকল পণ্যে ৫০% পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড়।

ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদুল আজহার সমৃদ্ধ পোশাক সংগ্রহ। যারা ঘরে বসে কেনাকাটা করতে চান, তাদের জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ কিংবা ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

