বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান দেশী ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের ( https://www.daraz.com.bd/ ) সঙ্গে এক বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে সাকিব দারাজ বাংলাদেশের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করলেন। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দারাজ বাংলাদেশের বনানী সদর দফতরে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন থেকে দারাজের বিভিন্ন ক্যাম্পেইন, যেমন: বাংলা নববর্ষ, অ্যানিভার্সারি এবং সিঙ্গেল ডে ক্যাম্পেইন ১১.১১- এ দারাজের সঙ্গে এক হয়ে কাজ করবেন সাকিব।
এ উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন ‘সাকিবের সবচেয়ে বড় গুণ হচ্ছে নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতা, যা দারাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। দুটি ভিন্ন খাতে শীর্ষে থাকা দুজন যৌথভাবে কাজ করার ফল কতটা দৃশ্যমান হবে তা যে কেউ সহজেই অনুমান করতে পারে। এই চুক্তির ফলে সামনে আরও বড় কিছু নিয়ে আসতে প্রস্তুত দারাজ, এক্ষেত্রে কেনাকাটাপ্রেমীরা অবশ্যই দারাজের ওপর ভরসা রাখতে পারে।’
সাকিব আল হাসান বলেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাধারণত আমার ব্র্যান্ডদের সাথে পার্টনারশিপ বেশ লম্বা সময়ের জন্যই হয় তাই আশা করছি দারাজের সাথেও একটি বড় সময় কাটাতে পারব, ঠিক যেমন ক্রিকেটে ১০০ রানের বড় পার্টনারশিপ হয় তেমনি আমরা এই পার্টনারশিপের মাধ্যমে একইসাথে এগিয়ে যেতে পারব।’