হরাইজন
শিন ও টিমুর বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রে অনলাইন রিটেইলার শিন ও টিমুর বিরুদ্ধে দুটি জোরালো অভিযোগ এসেছে—জোর করে শ্রম এবং অনিরাপদ উপকরণের ব্যবহার। এবার অনুসন্ধানের চাপ বাড়ছে। শিনের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত শুরু করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। একই সময়ে সিনেটরও কেন্দ্রীয় স্তরে এই দুই কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির সম্ভাব্য ঘটনায় ফেডারেল অনুসন্ধান চেয়েছেন। শিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্তে সহযোগিতা করবে। একই সঙ্গে উল্লেখ করেছে, ডিজাইনারদের অধিকার সুরক্ষায় অব্যাহতভাবে বিনিয়োগ করে যাচ্ছে তারা। তবে টিমু এখনো প্রতিক্রিয়া জানায়নি। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রে পরিবেশগত প্রভাব ও শ্রমিক শর্ত নিয়ে শিনের ফ্যাশন ব্যবসার ওপর আগেও সতর্ক নজর রাখা হয়েছিল।
ভ্যালেন্টিনোর বিজ্ঞাপনে সমালোচনার ঝড়
ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্টিনো সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন হ্যান্ডব্যাগের জন্য একটি ডিজিটাল ক্রিয়েটিভ প্রজেক্ট চালু করেছে। এই প্রকল্প থেকে তৈরি একটি কনটেন্ট ইনস্টাগ্রামে পোস্ট করে তারা। ক্যাপশনে উল্লেখ ছিল এআই ব্যবহারের বিষয়টি। বিজ্ঞাপনটি ভক্তদের কাছে ইতিবাচক সমর্থন পাওয়ার আশায় তৈরি করা হলেও আদতে তা হয়নি; বরং ভ্যালেন্টিনোর মতো ব্র্যান্ডের কাছ থেকে এমন কাজ মোটেই ভালোভাবে নেননি ফ্যানরা। বিস্ময়কর ও অসতর্ক বলে সমালোচিত হয়েছে কাজটি। বিজ্ঞাপনে মডেলরা ভ্যালেন্টিনো লোগো ও হ্যান্ডব্যাগের সঙ্গে মিশে, পরাবাস্তব ধাঁচের কোলাজে হাজির হয়েছিলেন। দর্শকদের অনেকে এআই ব্যবহারকে সস্তা ও আলসেমি আখ্যা দিয়েছেন।
এইচঅ্যান্ডএম X স্টেলা ম্যাককার্টনি
বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুইডিশ বহুজাতিক ফাস্ট ফ্যাশন রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএম এবং বিখ্যাত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও প্রাণী অধিকারকর্মী স্টেলা ম্যাককার্টনি একসঙ্গে কাজের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২৬ সালের বসন্তে বাজারে আসবে কালেকশনটি; যা পুরোনো সিলুয়েটের পুনরুজ্জীবনের পাশাপাশি টেকসই ও রিসাইকেলড ম্যাটেরিয়াল ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। এইচঅ্যান্ডএমের হেড অব উইমেন্সওয়্যার অ্যান সোফি জোহানসনের দাবি, প্রিন্ট, স্পার্কেল, লেসসহ ছোট ডিটেইলস ফ্যাশনপ্রেমীদের চমকে দেবে। স্টেলা ম্যাককার্টনি এ বিষয়ে জানান, এইচঅ্যান্ডএমের সঙ্গে কাজ করে তিনি তার শিল্পের মূল রূপে ফিরে এসেছেন, যা আনন্দ ও উদ্যম জাগিয়েছে।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
